আজকাল ওয়েবডেস্ক: কিছুক্ষণ আগেই ছাড়া পেয়েছিলেন জেল থেকে। সটান হাজির হয়েছিলেন প্রাক্তন প্রেমিকার বাড়িতে। বার বার দরজায় ধাক্কা দিয়েও সাড়া পাননি। প্রতিশোধ নিতে সেখান থেকে একটি মুরগি চুরি করে পালিয়ে যান তরুণ। কিন্তু সেখানেই বিপত্তি। ফের ধরা পড়ে গেলেন পুলিশের হাতে। এরপরেই ফুঁপিয়ে কাদতে শুরু করে দিলেন ওই তরুণ। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের কিটসাপ কাউন্টিতে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। প্রাক্তন প্রেমিকার পলি নামে মুরগি চুরি করার অভিযোগে ক্রন্দনরত এক ব্যক্তিকে জঙ্গলে গ্রেপ্তার করেছে ওয়াশিংটন পুলিশ। শেরিফের অফিসের তথ্য অনুযায়ী, ২৯শে মার্চ একজন মহিলার ফোন করে জানান, তাঁর প্রাক্তন প্রেমিক তাঁর বাড়িতে এসে দরজা ভেঙে ফেলেছেন। মুরগিটির মালিক ওই মহিলা আরও বলেন যে, প্রাণীটিকে নিয়ে পালিয়ে যাওয়ার আগে ওই তরুণ 'আমার কাছে পলি আছে' বলে চিৎকার করতে থাকেন বারবার বলেছিলেন।

বডিক্যামের ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ ঝোপের মধ্যে লুকিয়ে থাকা তরুণকে যখন খুঁজে বার করছেন, তখনও পলিকে জরিয়ে ধরে আছেন। কাঁদতে কাঁদতে ওই তরুণকে বলতে শোনা যাচ্ছে, 'আমার মুরগিকে আঘাত করো না।' এক পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, ''ঠিক আছে। মুরগিটি ধরে রাখো। আমি তোমার মুরগির ক্ষতি করব না।" এরপর পুলিশটি তরুণকে জানায় যে তাঁর বিরুদ্ধে চুরি এবং সুরক্ষা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

?ref_src=twsrc%5Etfw">April 1, 2025

কিটসাপ কাউন্টি শেরিফের অফিস এই গ্রেপ্তারের বডিক্যাম ফুটেজটি এক্স-এ শেয়ার করেছে। যার ক্যাপশনে লেখা ছিল, "টহলের সময় ডেপুটিরা একটি অপহৃত মুরগিকে উদ্ধার করেছে।"

পুলিশ প্রথমে তরুণকে ঝোপ থেকে বাইরে বেরিয়ে আসতে বলে। কিছুক্ষণ পর ওই তরুণ আত্মসমর্পণে বাধ্য করা হয়। ভিডিওর বাকি অংশে দেখা যাচ্ছে, ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি পলিকে সাবধানে পুলিশের গাড়ির পিছনের সিটে বসিয়ে দিচ্ছেন। পুলিশ আশ্বস্ত করেছে, অভিযুক্ত তরুণকে গ্রেপ্তারের পর, মুরগিটিকে তার মালকিনের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে।