আজকাল ওয়েবডেস্কঃ ঘুরতে যাওয়ার সময় মেয়েরা প্রচুর জিনিস সঙ্গে করে নিয়ে যান। এতেই চড়চড়িয়ে বেড়ে যায় ল্যাগেজের ওজন। যদি বিমানে যাত্রা করতে হয় তখনই এই অতিরিক্ত লাগেজের কারণে গুণতে হয় বেশি টাকা। অতিরিক্ত ভারী ব্যাগের জরিমানার হাত থেকে বাঁচাতে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন বছর কুড়ির এক যুবতী। তিনি নিজেই আবার তাঁর কীর্তি সম্পর্কে জানিয়েছেন সকলে।
টেক্সাসের বাসিন্দা ওই যুবতী ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডগামী ফ্লাইটে উঠেছিলেন। সকলের নজর এড়িয়ে তিনি গর্ভবতী হওয়ার ভান করেছিলেন, যাতে তাঁকে ভারী লাগেজের জরিমানা দিতে না হয়। তার জন্যই এই কাণ্ড ঘটিয়ে ফেলেছন তিনি। তাতে সফলও হয়েছেন তিনি। চেক ইন-এর সময় তাঁকে দিতে হয়নি কোনও অতিরিক্ত টাকা।
নিজেকে গর্ভবতী প্রমাণ করতে ওই যুবতী পরনের জামার তলায় আরও কিছু জামা-সহ অন্যান্য জিনিসপত্র ঢুকিয়ে রেখেছিলেন। যাতে তাঁকে অবিকল গর্ভবতী মহিলাদের মতো দেখতে লাগে। এরই মাঝে তিনি সামান্য অপ্রস্তুত মুহূর্তের শিকার হন যখন তাঁর জামার তলা থেকে আচমকাই জিনিসপত্রগুলি পড়তে শুরু করে। তড়িঘড়ি পরিস্থিতি সামলে নেন যুবতী এবং গর্ভবতীদের মতোই হাঁটতে শুরু করেন। যাতে কারও মনে তাঁর সম্পর্কে সন্দেহ না জাগে।
ওই যুবতী ঘটনার সম্পর্কে জানান, তিনি জানতে পেরেছিলেন, গর্ভাবস্থার সময়সীমা ২৮ সপ্তাহের বেশি হয়ে গেলে বিমানসংস্থা ডাক্তারের শংসাপত্র দেখতে চায়। সেকারনেই বুদ্ধি ঘাটিয়ে মহিলা বিমানসংস্থাকে জানান যে তিনি ২৬ সপ্তাহের গর্ভবতী। এরপরেই যুবতী বিমানে উঠে পৌঁছে গিয়েছিলেন নিজের গন্ত্যব্যে।
