আজকাল ওয়েবডেস্ক: জঙ্গল সাফারিতে বাঘ, লেপার্ড দেখার স্বপ্ন দেখেন প্রায় সকলেই। কিন্তু সকলের স্বপ্ন পূরণ হয় না। কেউ কেউ লেপার্ড দেখতে পেলেও, মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে সরে যায় সে। কেউ কেউ আবার ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন। লেপার্ডের হামলার শিকার হন। লেপার্ডকে ঘিরে জঙ্গলে নানা অভিজ্ঞতা হয় পর্যটকদের। 

 

কিন্তু লেপার্ডকে মানুষের মতো আচরণ করতে দেখেন, তখন? এ অভিজ্ঞতা সত্যিই ভোলার নয়। জঙ্গল সাফারিতে গিয়ে সম্প্রতি একদল পর্যটক এমন বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন। চোখের সামনে লেপার্ড শুধু দেখাই হল না, সেই লেপার্ডকে মানুষের মতো আচরণ করতেও দেখা গেল। যা দেখে রীতিমতো থ হয়ে গেছেন সকলে। 

 

লেপার্ডের ভিডিওটি সদ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে জোর চর্চা। নেটিজেনরা দেখে একদিকে যেমন হতবাক, তেমনি মজার মজার কমেন্টে ভরিয়ে দিয়েছে পোস্টটিতে। কেউ কেউ দাবি করেছেন, লেপার্ডের এমন আচরণ দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। 

আরও পড়ুন: অদ্ভুত! জীবিত মা-কে কফিনে তুলে চলল উদযাপন, গানবাজনায় মাতলেন গ্রামবাসীরা, ছেলেকে আশীর্বাদও করলেন

কোথায় ঘটেছে ঘটনাটি? সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়ান ফরেস্ট অফিসার পরভীন কাসওয়ান লেপার্ডের ভিডিওটি শেয়ার করেছিলেন। সেখানেই লেপার্ডটিকে মানুষের মতো আচরণ করতে দেখা গেছে। যা ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখেছেন। 

ভিডিওতে দেখা গেছে, জঙ্গলের মধ্যে ধীরে সুস্থে রাস্তা পার করছে লেপার্ডটি। হঠাৎ তার চোখে পড়ে একটি ইম্পালা। এটি এক প্রজাতির হরিণ। বহুদূরে ছিল সেই হরিণটি। ঠিক মতো দেখার জন্য খানিকটা এগিয়ে যায় লেপার্ডটি। খাবারের খোঁজে এরপর সে দু'পায়ে ভর দিয়ে বসে পড়ে। কয়েক সেকেন্ড পরেই পিছনের দু'পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে সে। ঠিক একেবারে মানুষের মতো। 

 

লেপার্ডকে এমন দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখাই যায় না। অত্যন্ত বিরল মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখেন পর্যটকরা। যে ভিডিওটি ইন্ডিয়ান ফরেস্ট অফিসার শেয়ার করেছেন। বন দপ্তরের আধিকারিক পরভীন জানিয়েছেন, ভিডিওটি দক্ষিণ আফ্রিকায় তোলা। ক্রুগের ন্যাশনাল পার্কে এই মুহূর্তটি দেখা গেছে। 

 

ভিডিওর ক্যাপশনে আধিকারিক পরভীন লিখেছেন, 'খাবারের সন্ধানে দু'পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি লেপার্ড। পৃথিবীর অন্যতম ভার্সেটাইল প্রাণী হল লেপার্ড। দেখা গেছে ক্রুগেরে।' ক্রুগের ন্যাশনাল পার্কের ফেসবুক পেজেও ভিডিওটি পোস্ট করা হয়েছে। 

 

ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখেছেন। কয়েক লক্ষ মানুষ পোস্টটি লাইক করেছেন। হাজার হাজার কমেন্টে ভরে উঠেছে সেটি। একজন লিখেছেন, 'এটি অত্যন্ত বিরল দৃশ্য। যাঁরা এমন দৃশ্য চাক্ষুষ করলেন, তাঁরা সত্যিই ভাগ্যবান।' আবার একজন লিখেছেন, '৫০০ বছর পর যদি সত্যিই বাঘ মানুষের মতো হেঁটে বেড়ায়, তখন অবাক হব না।' একজন আবার লিখেছেন, 'আমার মতে, পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণীই এখন মানুষ। মানুষ এখন পদে পদে হিংস্র আচরণের ছাপ রাখে। এদিকে বনের প্রাণী সহজ, সরল স্বাভাবিক নিয়মে দিনযাপন করে। তাই লেপার্ডের এমন আচরণ দেখে অবাক হচ্ছি না।' একজন লিখেছেন, 'সোশ্যাল মিডিয়ায় এই ধরনের রিল আরও পোস্ট করা হোক, যাতে প্রাণীদের চালচলন সম্পর্কে সবাই জানতে পারেন।'