আজকাল ওয়েবডেস্ক: ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ওয়েদারবিতে অবস্থিত ক্যাটাগরি ‘সি’ কারাগার HMP Wealstun-এ কর্মরত প্রশিক্ষণরত কারা আধিকারিক মেগান গিবসনকে (২৬) ১২ মাসের কারাদণ্ড দিল আদালত। বন্দির সঙ্গে অনৈতিক সম্পর্ক, ক্ষমতার অপব্যবহার এবং মাদক রাখার অভিযোগে তিনি দোষ স্বীকার করেছিলেন।

লিডস ক্রাউন কোর্টে প্রসিকিউশনের পক্ষে লুইস প্রাইক জানান, গিবসন কারাগারে কর্মরত অবস্থায় কুখ্যাত গ্যাং সদস্য রায়ান হোরানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তদন্তে উঠে আসে, তাঁদের মধ্যে একাধিক ফোনালাপ ছিল “অত্যন্ত যৌন প্রকৃতির এবং অশালীন”, যার কিছু কথোপকথন এক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। সেই সব কথোপকথনে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ, ভবিষ্যতে বিয়ে এবং হোরানের মুক্তির পর সন্তান নেওয়ার কথাও আলোচিত হয় বলে আদালতে জানানো হয়।

প্রসিকিউশন জানায়, গিবসন কারাগারের নিষিদ্ধ এলাকায় হোরানকে প্রবেশের সুযোগ দিয়েছিলেন। পাশাপাশি, বন্দির সঙ্গে যোগাযোগ বজায় রাখতে তিনি হোরানের মায়ের কাছে ৯০০-রও বেশি মেসেজ  পাঠিয়েছিলেন। মাত্র পাঁচ মাসের চাকরির মধ্যেই তাঁর আচরণ নিয়ে ১০২টি অ্যান্টি-করাপশন ইন্টেলিজেন্স রিপোর্ট জমা পড়ে যা কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।

রায়ান হোরান তখন জননিরাপত্তার জন্য অনির্দিষ্টকালের সাজা (IPP) ভোগ করছিলেন বলে আদালতকে জানানো হয়। তাঁর লেখা একাধিক “যৌন” চিঠি গিবসনের শোবার ঘর থেকে গ্রেপ্তারের সময় উদ্ধার করে পুলিশ। একটি চিঠিতে হোরান গিবসনের চুম্বনের প্রশংসা করেন এবং সুখ  দেওয়ার জন্য ধন্যবাদ জানান বলেও আদালতে উল্লেখ করা হয়।

গ্রেপ্তারের পর গিবসনের কাছে ১,০০০ পাউন্ড নগদ পাওয়া যায়। তিনি দাবি করেন, ট্যাটু করানোর জন্য ওই টাকা নিজের ব্যাঙ্ক থেকে তুলেছিলেন। তবে আদালতে প্রকাশ পায়, টাকাটি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোলা হয়নি।

সাজা ঘোষণার সময় বিচারপতি কেট রেফিল্ড বলেন, গিবসনের বিরুদ্ধে কারাগারে নিষিদ্ধ সামগ্রী পাচার এবং কয়েকজন বন্দির সঙ্গে “অতিরিক্ত ঘনিষ্ঠতা” বজায় রাখার আশঙ্কা ছিল। বিচারপতি স্পষ্ট করেন, যেসব ঘটনার জেরে দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট তৈরি হয়েছিল, সেগুলোর জন্য আলাদা করে সাজা দেওয়া হচ্ছে না; তবে সেগুলো গুরুত্বপূর্ণ, কারণ সেগুলোর কারণেই কারা কর্তৃপক্ষ তদন্তে নামে।

বিচারপতি গিবসনকে বলেন, “বারবার শাস্তিমূলক পদক্ষেপ এবং আপনার নিয়োগকর্তার উদ্বেগ স্পষ্টভাবে জানানো সত্ত্বেও আপনি বন্দি রায়ান হোরানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।”

শেষ পর্যন্ত, সরকারি পদে অসদাচরণ (misconduct in a public office) এবং গাঁজা রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) মেগান গিবসনের ১২ মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়।