আজকাল ওয়েবডেস্ক: এক ছাদের তলায় কুড়ি হাজার মানুষের বাস। এক আবাসন নয়, এ যেন এক আস্ত শহর। কোথায় এই আবাসন জানেন? ঠিকানা জানলে চমকে যাবেন আপনিও।

বিশ্বের সবথেকে লম্বা, উঁচু বাড়ির কথা উঠলেই, তালিকায় প্রথমে আসে বুর্জ খালিফার নাম। কিন্তু জানেন কি বিশ্বের সবথেকে বড়, উঁচু আবাসনের নাম কী? কোথায় রয়েছে সেটি? জানা গিয়েছে, দুবাইয়ের বুর্জ খালিফাকে পিছনে ফেলে, এখন আলোচনায় চিনের রিজেন্ট ইন্টারন্যাশন্যাল অ্যাপার্টমেন্ট বিল্ডিং। 

জানা গিয়েছে, এই আবাসন ৩৯তলা। প্রতি তলায় রয়েছে বিলাসবহুল ঘর। বলা হয়, আবাসনটি ইংরেজি অক্ষর ‘এস’ এর মতো দেখতে। অর্থাৎ সেভাবেই ওই আবাসনের নকশা তৈরি হয়েছে। শুধু আবাসন নয়, সেখানে রয়েছে বাসিন্দাদের জন্য সমস্তরকমের সুযোগ-সুবিধা।

রয়েছে স্কুল, ফুড কোর্ট, সুইমিং পুল, স্যালন, ক্যাফে। অর্থাৎ মন খারাপ হোক কিংবা স্কুলে যাওয়ার প্রয়োজন, ওই আবাসনের বাসিন্দাদের কোনও প্রয়োজনেই আবাসন চত্বরের বাইরে যাওয়ার প্রয়োজনই নেই। গণ্ডির মধ্যেই, হাতের নাগালেই নিত্যপ্রয়োজনীয় সবকিছু। সমস্ত রকম উন্নত প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে এই আবাসন তৈরি হয়েছে বলেও জানা গিয়েছে। যা মোকাবিলা করতে পারে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেও। এই মুহূর্তে কেবল বসবাসের জন্য নয়, এটি একটি পর্যটনস্থলও হয়ে উঠেছে।