আজকাল ওয়েবডেস্ক: ২০ জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর ১০ দিন আগেই (১০ জানুয়ারি, ২০২৫) পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ কাণ্ডে হবু প্রেসিডেন্টকে সাজা ঘোষণার দিন নির্দিষ্ট করল মার্কিন আদালত। বিচারক জুয়ান মার্চেন জানিয়েছেন, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার মাত্র ১০ দিন আগে ট্রাম্পকে আদালতে হাজির হতে হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ঘটনা বিরল। কারণ, ট্রাম্পের আগে কোনও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কিংবা ক্ষমতাসীন একজন প্রেসিডেন্টও কোনও অপরাধে দোষী সাব্যস্ত হননি।
ডোনাল্ট ট্রাম্পের কি সাজা হতে পারে? এক বিচারক জানিয়েছেন যে, হবু প্রেসিডেন্টের কারাদণ্ড বা অন্য সাজা পাওয়ার সম্ভাবনা নেই। আদালতরে নির্দেশে অসন্তুষ্ট ট্রাম্প। জানিয়েছেন, বিচারকের নির্দেশ 'অবৈধ রাজনৈতিক আক্রমণ ও কারচুপি।'
পর্ন তারকাকে ঘুষকাণ্ডে ম্যানহাটনের আদালত আগেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল। তবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। এই আবহে মামলা প্রত্যাহারের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ট্রাম্প। কিন্তু বিচারক জুয়ান মার্চেন ট্রাম্পের আইনজীবীদের যুক্তি খারিজ করে আগের নির্দেশই বহাল রাখেন।
এক মামলায় পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস অভিযোগ করেছিলেন যে, ২০০৬ সালে নেভাডা অঙ্গরাজ্যে একটি হোটেলে ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক হয়েছিল। সে ঘটনা যাতে তিনি কাউকে না বলেন, এ জন্য ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ১০ বছর পর ২০১৬ সালে তাঁকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দেন ট্রাম্প। সে সময় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রচার করছিলেন। ঘুষ দেওয়ার সেই তথ্য ট্রাম্প তাঁর ব্যবসায়িক নথিতেও গোপন করেন।
অবশ্য ট্রাম্প স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক ও ঘুষ দেওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন। ট্রাম্পের দাবি, এ সবকিছু রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। হোয়াইট হাউসে তাঁর প্রবেশ ঠেকাতে বাইডেন প্রশাসন এ সবকিছু করেছে।
শেষে সেই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে আগামী ১০ জানুয়ারি সাজা ঘোষণা হতে চলেছে।
