আজকাল ওয়েবডেস্ক: জাপানে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচনে জাপান এয়ারলাইন্স (JAL) চালু করেছে এক অনন্য উদ্যোগ। এখন থেকে যারা ভারতে বা অন্য কোনো দেশে বসে জেএএলের মাধ্যমে জাপানে আন্তর্জাতিক রাউন্ড-ট্রিপ বুক করবেন, তারা পাচ্ছেন একেবারে ফ্রি ঘরোয়া বিমান যাত্রার সুযোগ!
এই উদ্যোগের মূল উদ্দেশ্য পর্যটকদের টোকিও বা ওসাকা ছাড়িয়ে জাপানের নানা অজানা অথচ আকর্ষণীয় প্রান্তে ঘোরার সুযোগ করে দেওয়া। ফলে বিদেশি পর্যটকরা শুধুমাত্র বড় শহরেই সীমাবদ্ধ থাকবেন না, বরং আবিষ্কার করতে পারবেন জাপানের প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের বহুমাত্রিক রূপ। জেএএল-এর তরফে জানানো হয়েছে, এই অফার পেতে হলে আন্তর্জাতিক ও ঘরোয়া—উভয় ফ্লাইটই একই বুকিংয়ের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আলাদা করে ঘরোয়া টিকিট কাটলে এই সুবিধা মিলবে না।
এক সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, এই অফারে ইতিমধ্যেই বিপুল আগ্রহ দেখা যাচ্ছে ভারতীয় পর্যটকদের মধ্যেও। জাপানের পর্যটন শিল্পে নতুন গতি আনতে এই পদক্ষেপ কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছে জেএএল কর্তৃপক্ষ। যারা জাপানে ঘুরতে যেতে চান এবং টোকিও-ওসাকা-হোক্কাইডো ছাড়িয়ে অন্যান্য অঞ্চলের স্বাদ পেতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক সোনার সুযোগ।
