আজকাল ওয়েবডেস্ক: মাঝ আকাশে ফের বিপত্তি। বড় দুর্ঘটনার সামনে পড়েছিলেন যাত্রীরা। জাপান এয়ারলাইন্সের একটি বিমান সাংহাই থেকে চিন হয়ে টোকিও যাওয়ার কথা ছিল। তবে হঠাৎ করেই যাত্রীদের জানিয়ে দেওয়া হয় তারা যেন অক্সিজেন মাস্ক পরে নেন। বিমানটি তখন মাটি থেকে ২৬ হাজার ফুট ওপরে ছিল।


এই ঘোষণার পরই সমস্ত ১৯১ জন বিমানযাত্রী একেবারে ভয় পেয়ে যান। তারা সকলেই মুখে অক্সিজেন মাস্ক পরে নেন। যারা ঘুমিয়ে ছিলেন তারা তখন ভগবানকে ডাকতে শুরু করেন। নিজেদের প্রিয়জনের কথাও অনেকে মনে করতে থাকেন। 


এরপর খানিক সময়ের মধ্যে বিমানটিকে নামিয়ে নিয়ে আসা হয় ১০ হাজার ফুটের কাছে। বিমানের যাত্রীরা আরও বেশি ভয় পেয়ে যান। তবে বড় দুর্ঘটনা হওয়ার আগেই বিমানটিকে ওসাকা বিমান বন্দরে নামিয়ে নিয়ে আসা হয়। বিমানটি নিচে নামার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা।

?ref_src=twsrc%5Etfw">July 1, 2025

 


তবে ভাইরাল ভিডিওতে বিমানের যে ছবি সামনে এসেছে সেখান থেকে দেখা গিয়েছে যাত্রীদের সেই সময়ের পরিস্থিতি। ঠিক অনেকটা এমন পরিস্থিতি হয়েছিল ভারতীয় বিমান এয়ার ইন্ডিয়ার সঙ্গে। তবে সেখানে কোনও যাত্রীর প্রাণ বাঁচেনি। একজন ছাড়া সকলেই মারা গিয়েছিলেন।