আজকাল ওয়েবডেস্ক: সাতদিনের যুদ্ধবিরতি শেষে প্যালেস্তাইনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে ইজরায়েলি বাহিনী। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ পার হলে ইজরায়েলি বোমারু বিমানগুলো অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় হামলা চালাতে শুরু করে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, গাজার বিভিন্ন এলাকায় বোমা হামলার বিকট শব্দ শোনা যাচ্ছে। উত্তর-পশ্চিম গাজায় ব্যাপক গোলাগুলিরও খবর মিলছে বিভিন্ন সূত্রে। মনে করা হচ্ছে, ইজরায়েলি বাহিনীকে প্রতিরোধ করতে চাইছে হামাস। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইজরায়েলি বাহিনী উত্তর গাজার শেখ রেদওয়ান এলাকায় বিমান হামলা চালিয়েছে। সেখানকার মধ্যাঞ্চলে আর্টিলারির গোলাও ছোঁড়া হচ্ছে। ইজরায়েলি বাহিনী স্থল অভিযান আরও জোরদার করতে চাইছে। ইজরায়েলের সামরিক বাহিনীর অভিযোগ, যুদ্ধবিরতি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে অবৈধ ইহুদী বসতি লক্ষ্য করে হামাসের যোদ্ধারা রকেট হামলা চালালে ইসরায়েল আগ্রাসন শুরু করে। সামনের কয়েক ঘণ্টায় ব্যাপক হামলা-পাল্টা হামলার আশঙ্কা করছেন গাজাবাসী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, ২৪ নভেম্বর দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এ পর্যন্ত ১১০ পনবন্দিকে ছেড়ে দিয়েছে হামাস। বিনিময়ে দখলদার ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২৪০ প্যালেস্টাইনি। প্রথমে চার দিনের যুদ্ধবিরতি হলেও পরে তা বাড়ানো হয়। বর্ধিত যুদ্ধবিরতির মেয়াদ শুক্রবার ভোরে শেষ হয়। দীর্ঘমেয়াদী চুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সত্ত্বেও ইসরায়েল হুমকি দিয়ে আসছিল, যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্রই তারা আবারও গাজায় হামলা চালাবে। শেষ পর্যন্ত, ওই পথেই হাঁটল দখলদার দেশটি।
