আজকাল ওয়েবডেস্ক: চলন্ত ট্রেনে হাড়হিম কাণ্ড।‌ জোর করে মহিলা কামরায় উঠে পড়েছিলেন এক ব্যক্তি। তাঁকে নামতেও বলেন মহিলা যাত্রীরা। সামান্য কথা কাটাকাটির জেরে এক কলেজ ছাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ের লোকাল ট্রেনে। গত বৃহস্পতিবার লোকাল ট্রেনের মহিলা কামরায় আচমকাই উঠে পড়েন ৫০ বছরের এক ব্যক্তি। সেই কামরা থেকে ১৮ বছরের এক কলেজ ছাত্রীকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্তের নাম, শেখ আখতার নওয়াজ। 

 

রেল পুলিশ সূত্রে জানা গেছে, পানভেল-সিএসএমটি লোকাল ট্রেনের মহিলা কামরায় জোর করে উঠে পড়েছিলেন ওই ব্যক্তি। এরপরই কামরার মহিলা যাত্রীরা তাঁকে নেমে যেতে বলেন। যা ঘিরে কয়েকজনের সঙ্গে বচসা শুরু হয় ওই ব্যক্তির। ঝামেলা চলাকালীন চলন্ত ট্রেন থেকে কলেজ ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। 

https://m.

ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায়‌। অভিযুক্ত শেখ আখতারকে গ্রেপ্তার করেছে পানভেলের রেল পুলিশ। ঘটনাটি ঘটে পানভেল ও খন্ডেশ্বর রেলস্টেশনের মাঝে। ওই ছাত্রী পানভেলের উষারলি গ্রামের বাসিন্দা। বান্ধবীদের সঙ্গে কলেজে যাচ্ছিলেন সেদিন। মহিলা কামরায় দরজার পাশেই দাঁড়িয়েছিলেন। ঝামেলার পর কলেজ ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেন শেখ আখতার। 

 

তড়িঘড়ি করে মহিলা যাত্রীরা রেল পুলিশে খবর দেন। পানভেল স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরেই পড়ে গিয়েছিলেন কলেজ ছাত্রী। এরপর স্থানীয়ারাই ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। গুরুতর চোট পেয়েছেন মাথায় ও কোমরে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। অন্যদিকে খন্ডেশ্বর রেলস্টেশনে নেমেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন শেখ আখতার। সেখানেই রেল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

 

প্রসঙ্গত, কথা কাটাকাটি থেকে সামান্য হাতাহাতি, ব্যস্ত সময়ের ভিড় ট্রেনের কামরায় এ নিত্যদিনের ঘটনা। তবে কখনও কখনও যাত্রীরা এমন মারপিট করেন, যা আশেপাশের সকলে চমকে তো দেয়ই, এমনকী নেটিজেনরাও দেখে অবাক হয়ে যান। কোনও কিছুই আজকাল আর এক শহরের মধ্যে আবদ্ধ থাকে না। ভিড় কামরায় সেই হাতাহাতির মুহূর্ত ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতেও। 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে লোকাল ট্রেনেল তুমুল বচসা থেকে হাতাহাতির আরও একটি ভিডিও। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে থেকে ভাসি যাওয়ার লোকাল ট্রেনে। লোকাল ট্রেনে সিট নিয়ে ঝামেলা হয়েছিল দুই যাত্রীর। বচসা ক্রমেই এমন পর্যায়ে পৌঁছয়, দুই যাত্রী তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়েন। 

 

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টা নাগাদ। জানা গেছে, লোকাল ট্রেনে উঠেই জানলার ধারের সিট নিয়ে দুই ব্যক্তির মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। মুহূর্তের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একে অপরকে চড়, কিল, ঘুষি, থাপ্পড় মারতেও পিছপা হননি কেউ। মারতে মারতে তাঁরা দরজার কাছেও পৌঁছে যান। 

 

প্রথমে বিষয়টিতে সহযাত্রীরা বিশেষ গুরুত্ব দেননি। ক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে সকলেই ওই দুই যাত্রীকে থামানোর চেষ্টা করেন। কয়েকজন ওই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পরেই ওই দুই যাত্রী ট্রেন থেকে ভিন্ন ভিন্ন স্টেশনে নেমে পড়েন। 

 

লোকাল ট্রেনে হাতাহাতির ঘটনা নতুন নয়। এবারেও ভিডিওটি দেখে সমালোচনা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'নিত্যদিন ঝামেলা করতে ক্লান্ত লাগে না! একদিন পছন্দের সিটে বসতে না পারলে কী এমন ক্ষতি হয়?' আরেকজন লিখেছেন, 'যেন স্কুলের বাচ্চা। বাচ্চারা যেমন ঝগড়া করে, বয়স হয়ে যাওয়ার পরেও তেমন আচরণ করছেন এরা।'