জেমস ক্যামেরনের সাম্প্রতিক ছবি ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছেন উনা চ্যাপলিন। ছবিতে তিনি অভিনয় করেছেন 'ভরাং' চরিত্রে।
2
13
একদিকে সে যেমন রক্তলোলুপ হিংস্র ক্ষমতাশালী অন্যদিকে ততটাই রহস্যময় ও আকর্ষণীয়।
3
13
ছবিতে সে জেক সুলি ও তাঁর পরিবারের প্রতিপক্ষ। অভিনয় থেকে বিরতি নিয়ে এমন দুর্দান্ত কামব্যাক, যা তাঁকে আবারও আন্তর্জাতিক মঞ্চে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে।
4
13
উনা কাস্তিয়া চ্যাপলিন একজন স্প্যানিশ-সুইস-ব্রিটিশ অভিনেত্রী। জন্ম ১৯৮৬ সালের ৪ জুন। তাঁর মা জেরালডিন চ্যাপলিন, বিশ্বখ্যাত অভিনেত্রী আর বাবা পাত্রিসিও কাস্তিয়া একজন চিলির সিনেমাটোগ্রাফার। দাদু হলেন কিংবদন্তি চার্লি চ্যাপলিন, আর তাঁর নামটি এসেছে দিদিমা উনা ও’নীলের নাম থেকে।
5
13
ছোটবেলা থেকেই পারফরম্যান্সের জগতে ডুবে থাকা উনা ১৫ বছর বয়সে স্কটল্যান্ডের গর্ডনস্টাউন স্কুলে ড্রামা স্কলারশিপে পড়তে যান। পরে লন্ডনের মর্যাদাপূর্ণ রয়্যাল অ্যাকাডেমি অফ ড্রামাটিক আর্ট থেকে অভিনয়ে স্নাতক হন ২০০৭ সালে।
6
13
পরিবারের সঙ্গে তাঁর এক অনন্য সংযোগও রয়েছে। মায়ের আগের সম্পর্ক থেকে জন্মানো শেন নামের এক সৎভাইও আছেন তাঁর।
7
13
তবে ব্যক্তিগত জীবনের বাইরেও উনা বরাবরই প্রকৃতিপ্রেমী। এমনকি ‘অবতার’-এর প্রস্তাব পাওয়ার সময় তিনি নিজের তৈরি করা একটি ট্রিহাউসে বসবাস করছিলেন!
8
13
তিনি এক সাক্ষাৎকারে মজা করে বলেছিলেন, “আমাকে ট্রিহাউস থেকে বের করে আনার মতো জিনিস খুব কম ই আছে… কিন্তু জেমস ক্যামেরনের ফোন অবশ্যই তার মধ্যে একটি!”
9
13
‘ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ উনার চরিত্র ভরাং হল প্যান্ডোরা গ্রহের নাভি জাতির ম্যাংকওয়ান গোষ্ঠীর ভয়াল নেত্রী, যাঁকে তাঁর জনগণ নিজেদের নায়ক হিসেবেও দেখে। আগুনের পূজো, হিংস্রতায় বিশ্বাস, নির্মম নেতৃত্ব...সব মিলিয়ে এক ভয়ঙ্কর শক্তির প্রতীক ‘ভরাং’।
10
13
জেমস ক্যামেরন নিজেই বলেছেন, ‘ভরাং’ এমন এক নাভি যে অন্ধকার শক্তির পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে, এমনকী যন্ত্রণার মাধ্যমেও কোনও ব্যক্তির মুখ রহকে সত্যিটা বের করে আনার ক্ষমতাও রাখেন। আগুনের প্রতি তাঁর দখল, রাতের প্রাচীন প্রাণী ‘নাইটরেথ’-এ চড়ার ক্ষমতা, সব মিলিয়ে চরিত্রটি ছবির অন্যতম বড় আকর্ষণ।
11
13
এই চরিত্রের প্রস্তুতির কথাও জানিয়েছেন উনা। তিনি বলেন, নিজের চারপাশের আবহ, সঙ্গীত, ব্যক্তিগত পুজোআচ্চা সব কিছু মিলিয়েই এই চরিত্রের ভেতরের রাগ, অন্ধকার আর আগুনকে অনুভব করার চেষ্টা করেছেন।
12
13
পাশাপাশি দাদু চার্লি চ্যাপলিনের স্মৃতিও তাঁকে অনুপ্রেরণা দিয়েছে।
13
13
‘গেম অফ থ্রোনস’-এ রব স্টার্কের মর্মান্তিক পরিণতিপ্রাপ্ত প্রেমিকা তলিসা চরিত্রে অভিনয় করেই তিনি বিশ্বজুড়ে জনপ্রিয় হন। আর এবার ‘অবতার’-এ খলনায়িকার ভূমিকায় তাঁর এই শক্তিশালী ফেরা যেন নতুন করে প্রমাণ করছে তাঁর অভিনয় ক্ষমতা। তাঁকে দেখা যাবে ‘অবতার ৪’-এও, যা ২০২৯ সালে মুক্তি পাওয়ার কথা।