চড়া রোদে জেরবার যে অঞ্চল, সেই তপ্ত মরুভূমিতেই এবার তুষারপাত। সাদা বরফের চাদরে ঢাকা পড়ল মরুভূমির বিস্তীর্ণ এলাকা। বরফের চাদরে ঢাকা মরুভূমিতে হাঁটতে দেখা গেল উট।
2
6
৩০ বছরে প্রথমবার তুষারপাতের সাক্ষী থাকল সৌদি আরব। চলতি বছরে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি থেকে তুষারপাত শুরু হয়েছে মরুভূমিতে। যা এখনও চলছে।
3
6
সৌদি আরবের তুষারপাতের ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে প্রথমে এআই দিয়ে বানানো ছবিই ভেবেছিলেন নেটিজেনরা। তবে এই ঘটনা সত্যি। বিরল মুহূর্তের সাক্ষী থাকছেন স্থানীয়রা।
4
6
উত্তর-পশ্চিম সৌদি আরবের ট্রোজেনা পার্বত্য অঞ্চল এবং তাবুক অঞ্চলের কিছু অংশে গত বুধবার থেকে তুষারপাত শুরু হয়েছে। মরুভূমিতে তুষারপাত স্বাভাবিক নয়। যা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।
5
6
গত বুধবার তাবুকের জাবাল আল-লাউজে ভারী তুষারপাত হয়েছে। হিমাঙ্কের ৪ ডিগ্রি সেলসিয়াস নীচে নেমে গিয়েছে পারদ। উত্তর তাবুক অঞ্চলে আগেও তুষারপাত হয়েছে। এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৬০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থান করছে।
6
6
২০২২ সালের জানুয়ারিতে তাবুক অঞ্চলের কিছু অংশে তুষারপাত হয়েছিল। ২০২৪ সালের নভেম্বরে আল-নাফুদ মরুভূমিতেও প্রথমবার তুষারপাত হয়। ৩০ বছর পর সৌদির উত্তরাঞ্চলের আরও একাধিক এলাকায় তুষারপাত হল এবছর।