২০২৫-এ শেষ হল একসঙ্গে পথ চলা, দাম্পত্যে ইতি টানলেন কোন টলি তারকারা?
নিজস্ব সংবাদদাতা
২২ ডিসেম্বর ২০২৫ ১২ : ১৫
শেয়ার করুন
1
6
টলিপাড়ায় ভাঙা-গড়ার খেলা চলতেই থাকে। সারাজীবন একসঙ্গে পথচলার শপথ নিলেও, ভাগ্যের ফেরে আলাদা হয়ে যায় দু'জনের পথ। কারওর বিচ্ছেদের খবর সামনে আসে। কারওর আবার জল্পনাতেই আটকে থাকে। এক নজরে দেখে নিন চলতি বছর আলাদা হল কোন টলি তারকাদের পথ।
2
6
কৌশিক-দীপ্সিতা: জি বাংলার 'আলোছায়া' ধারাবাহিক থেকে প্রেম শুরু হয় দীপ্সিতা মিত্র ও কৌশিক দাসের। এরপর একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২২ সালে ধুমধাম করে বিয়ে হয় জুটির। কাজের ব্যস্ততার মাঝেই দু'জনে চুটিয়ে সংসার করছিলেন। তবে আচমকাই আলাদা হল তাঁদের পথ। চলতি বছর জুলাই মাসে দীপ্সিতা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁদের বিবাহবিচ্ছেদের কথা জানান।
3
6
অঙ্কিতা-প্রান্তিক: ২০২২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন টলিপাড়ার দুই চেনা মুখ, অঙ্কিতা চক্রবর্তী এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিয়ের মাত্র ৩ বছর ঘুরতে না ঘুরতেই দাম্পত্য জীবনে ইতি টানছেন এই তারকা জুটি। বিচ্ছেদের পরও অঙ্কিতার সঙ্গে তাঁর কেমন সম্পর্ক থাকবে সেই বিষয়ে মুখ খুললেন প্রান্তিক। আজকাল ডট ইন-কে দেওয়া সাক্ষাৎকারে বিচ্ছেদের বিষয়টা অকপটে স্বীকার করে প্রান্তিক বন্দ্যোপাধ্যায় জানান, "যে প্রশ্নের উত্তর আছে, সেটা তো দেওয়াই যায়। এখানে লুকানোর তো কিছু নেই।" এতদিনের বন্ধুত্ব, তারপর বৈবাহিক জীবন... এখন বিচ্ছেদ। অঙ্কিতার সঙ্গে সম্পর্ক থাকবে কিনা জানতে চাইলে অভিনেতা বলেছিলেন, "নাম পাল্টায়, সম্পর্ক পাল্টায় নাকি! সম্পর্ক সবসময় থাকে।"
4
6
সুস্মিতা-সব্যসাচী: তিক্ততা নয়, বরং চলতি বছর জন্মদিনে শুভেচ্ছা বার্তার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত জানিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা রায় ও তাঁর স্বামী সব্যসাচী চক্রবর্তী। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে নতুন জীবনের দিকে এগিয়েলেন সব্যসাচী ও সুস্মিতা। তাঁদের জুটিকে সমাজমাধ্যমে দেখে পছন্দ করেছিলেন নেটিজেনরা। আচমকা দু'জনের পথ আলাদা হতে তাই সোশ্যাল মিডিয়ার চর্চায় ছিলেন তাঁরা।
5
6
সুদীপ-পৃথা: চলতি বছর সমাজমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী পৃথা চক্রবর্তী। তারপর থেকে নানা জলঘোলা হয়েছে দু'জনের বিচ্ছেদ নিয়ে। মাঝে যদিও একসঙ্গে দেখা গিয়েছিল সুদীপ-পৃথাকে। সেই সময় শোনা গিয়েছিল, দু'জনের দূরত্ব নাকি মিটে গিয়েছে। তবে এই বিষয়ে আর মুখ খোলেননি তাঁরা।
6
6
শ্রীনন্দা-গেভ: বছর শেষে আইনত আলাদা হলেন শ্রীনন্দা শঙ্কর এবং গেভ সাতারাওয়ালা। সমাজমাধ্যমে নিজেই একটি বিবৃতি দিয়ে বিচ্ছেদের বিষয়টা ঘোষণা করলে নৃত্যশিল্পী। শ্রীনন্দা শঙ্কর সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সেখানে লেখা, 'আমি এবং গেভ আইনত আলাদা হয়ে গিয়েছি। অনেকেই হয়তো বিষয়টা আগেই টের পেয়েছিলেন, কিন্তু বিষয়টা সর্বসমক্ষে আনার আগে, ঘোষণা করা আগে আমাদের কিছুটা সময়ের প্রয়োজন ছিল।' কিন্তু কেন বিয়ের প্রায় ২৬ বছর কেন বিচ্ছেদের পথে হাঁটলেন তাঁরা? এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শ্রীনন্দা।