আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ গাজায় ফের উত্তপ্ত পরিস্থিতি। রবিবার রাফা ও আশেপাশের এলাকায় একাধিক হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা এমনটাই জানা গিয়েছে একাধিক ইজরায়েলি সংবাদমাধ্যমের তরফে।

ইজরায়েলি সম্প্রচার সংস্থা চ্যানেল ১২ জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইস্রায়েল ক্যাটজ এবং সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের মধ্যে জরুরি ফোনালাপ হয়েছে।

ইজরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা জানিয়েছে, ইজরায়েলের এয়ার স্ট্রাইক হামাস জঙ্গিদের সঙ্গে ‘গুলি বিনিময়’-এর পরেই ঘটে। অন্যদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাফায় একটি আইইডি বিস্ফোরণ ঘটানো হয়, যাতে বেশ কয়েকজন ইজরায়েলি সেনা আহত হন।

সংবাদমাধ্যম আল জাজিরার দাবি, ‘যুদ্ধ চলাকালীন ইজরায়েলি সেনার সঙ্গে কাজ করা এক সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির কারণেই’ এই বিস্ফোরণ ঘটে। তবে এই দাবির সত্যতা যাচাই করা হয়নি আজকাল ডট ইনের তরফে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, রাফার যে অংশ এখনও ইজরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে, সেখানেই তীব্র লড়াইয়ের পর দুটি বিমান হামলা চালানো হয়। এক ইজরায়েলি আধিকারিক জানান, হামাস যোদ্ধারা স্নাইপার বন্দুক এবং রকেট-চালিত গ্রেনেড দিয়ে ইজরায়েলি সেনাদের ওপর হামলা চালায়।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, ‘হামাসের অস্ত্র সমর্পণ এবং গাজা সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না।’ ইজরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এ শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যখনই হামাস পুরোপুরি নিজেদের সমর্পণ করবে সেটা সহজ পথে হোক বা কঠিন পথে—তখনই যুদ্ধের সমাপ্তি ঘটবে।’

অন্যদিকে, হামাস নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, শনিবার ইজরায়েলি সেনার ট্যাঙ্ক গোলায় এক বাসে আঘাত লাগে, এতে দুই পুরুষ, তিন মহিলা এবং চার শিশুসহ মোট নয় জন প্যালেস্টাইনি নিহত হন।

ইজরায়েলি সেনার তরফে শুক্রবার জানানো হয়েছিল, রাফা এলাকায় ‘কয়েকজন সন্ত্রাসবাদী’ সেনাদের ওপর গুলি চালায়, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পরে জানানো হয়, খান ইউনিস অঞ্চলে সেনাদের দিকে এগিয়ে আসা আরেকদল ‘সন্ত্রাসবাদী’কে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

সেনাবাহিনী জানায়, ‘তাৎক্ষণিক হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’ অন্যদিকে, ইজরায়েল এবং হামাস পরস্পরের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগ এনেছে গত কয়েকদিন ধরে।