আজকাল ওয়েবডেস্ক: ইরান-ইজরায়েল সংঘর্ষ পরিস্থিতি, যুদ্ধ। ছ’ দিনে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে উত্তেজনা বেড়েছে কয়েকগুণ। আকাশপথে একে অন্যের উপর ক্রমাগত হামলা চালাচ্ছে ইরান-ইজরায়েল। এই পরিস্থিতিতে বিমান চলাচল কীভাবে? উঠে এসেছে এমন এক ছবি, তা উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকগুণ।
ফ্লাইটর্যাডার ২৪। নানা সময়ে মহাকাশের পরিস্থিতির চিত্র তুলে ধরে। সম্প্রতি যে ছবি তারা তুলে ধরেছে, তাতে স্পষ্ট ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি, উদ্বেগ প্রভাব ফেলেছে বিমান চলাচলেও। বিশ্বের আকাশ পথে স্পষ্ট তিনটি ফাঁকা জায়গা দেখা গিয়েছে ইরান, ইউক্রেন এবং তিব্বতের উপর। রাশিয়া ও ইউক্রেন এবং ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই ছবিও ভাবনার।
ওই ছবিতে কী দেখা যাচ্ছে? ১৩ জুন, যখন ইসরায়েল ইরানের উপর হামলা চালায় ইজরায়েল, তখন ইরানের আকাশসীমার উপর একই রকম একটি ফাঁকা দেখা গিয়েছিল। ফ্লাইটর্যাডার ২৪-এর একটি টাইম-ল্যাপস ভিডিওতে আকাশে ইজরায়েলি বিমান হামলার তাৎক্ষণিক প্রভাবও দেখানো হয় সেই সময়। হামলার পরেই ইরানের আকাশসীমার উপর বেসামরিক বিমান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ইজরায়েলি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র এড়াতে বাণিজ্যিক বিমানগুলি দ্রুত রুট পরিবর্তন করে। তাও উঠে এসেছিল পর্যবেক্ষণে।
কিন্তু এই বেশকিছু দেশের আকাসসীমা এড়িয়ে চলা, কিংবা বিমানের নতুন রাস্তা খুঁজে নেওয়া কেন চিন্তার? কী প্রভাব ফেলতে পারে তা?
বিমানের এই ভিন্নমুখী পথ পরিবর্তনের ফলে ডোমিনো প্রভাব পড়তে পারে, যার ফলে বিমানের সময়কাল দীর্ঘ হতে পারে। যাত্রীদের বিলম্ব হতে পারে সবচেয়ে উল্লেখযোগ্য, এক ধাক্কায় বাড়তে পারে জ্বালানি খরচ।
