আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ে চলমান ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (IOAA)-এর আন্তর্জাতিক বোর্ড ইজরায়েলকে ভবিষ্যতের প্রতিযোগিতা থেকে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। অলিম্পিয়াডের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা, যেখানে ৬৪টি অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত, ১৮ আগস্টের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে। বোর্ড জানিয়েছে, ইজরায়েলি ছাত্রছাত্রীরা চাইলে আগামী বছরগুলোতে অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন, তবে তাঁরা আর জাতীয় দল হিসেবে প্রতিযোগিতা করতে পারবেন না, ব্যক্তিগতভাবে অংশ নিতে হবে। বর্তমানে IOAA-এর নেতৃত্বে আছেন হোমি ভाবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন-এর অনিকেত শুলে।
প্রতিবাদী বিজ্ঞানীদের দাবি
এর আগে ১ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের ৫৬৪ জন বিজ্ঞানী, যাদের মধ্যে বহু ভারতীয়ও আছেন, IOAA বোর্ডকে একটি চিঠি দিয়ে ইজরায়েলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান। তাঁদের অভিযোগ, ইজরায়েল এ বছর প্যালেস্তাইনকে পূর্ণ দল পাঠাতে বাধা দিয়েছে, এবং পাশাপাশি গাজা ও পশ্চিম তীরের দমননীতির মাধ্যমে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। চিঠিতে বলা হয়, গাজা থেকে ছাত্রছাত্রীদের মুম্বই আসতে দেওয়া হয়নি। ফলে এবারের অলিম্পিয়াডে প্যালেস্তাইনের হয়ে অংশ নিচ্ছেন শুধু পশ্চিম তীরের জেনিন থেকে আসা একজন ছাত্র। উল্লেখ্য, ইজরায়েলি সামরিক অভিযানে এ বছর জেনিন থেকে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বিজ্ঞানীদের বক্তব্য
অভিযোগ করা হয়েছে, গাজায় ইজরায়েলের সামরিক অভিযানে খাদ্যসামগ্রী সংগ্রহে যাওয়া বহু ক্ষুধার্ত বেসামরিক মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় ইতিমধ্যেই ৬১,৭০০-এরও বেশি প্যালেস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ১৭,৪৩০ শিশু। বহু আন্তর্জাতিক সংস্থা ও গবেষক ইজরায়েলের অভিযানের সঙ্গে গণহত্যার তুলনা করেছেন। বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিকাল স্টাডিজ-এর অধ্যাপক সুভ্রত রাজু, যিনি চিঠির অন্যতম স্বাক্ষরকারী, বলেন, “আমরা আশা করি এই স্থগিতাদেশ ইজরায়েলি সরকারকে স্পষ্ট বার্তা দেবে—বিশ্ব তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ এবং অবিলম্বে পথ পরিবর্তন করতে হবে।”
আরও পড়ুন: গাজাতে নতুন মারণ যজ্ঞ চালাতে যাচ্ছে ইজরায়েল: অপারেশনের নাম: "গিডিওন’স চারিয়টস ২"
ইজরায়েলের অংশগ্রহণ নিয়ে পটভূমি
ইজরায়েল এ বছর মুম্বই অলিম্পিয়াডে প্রাক-নিবন্ধন করলেও শেষ পর্যন্ত কোনো দল পাঠায়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, ২০০৭ সালে শুরু হওয়ার পর থেকে ইজরায়েল কখনো IOAA-তে অংশ নেয়নি।
ভারতের অবস্থান
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ আগস্ট এই বছরের অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণ দেন। প্রতিযোগিতা চলবে ২২ আগস্ট পর্যন্ত। ভারত গত মাসে বলেছিল, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন, কারণ সেখানকার মানুষ প্রতিদিন খাদ্য ও জ্বালানির অভাব, চিকিৎসার সংকট এবং শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার সমস্যার মুখোমুখি হচ্ছেন।
ইজরায়েল–প্যালেস্তাইন সংঘাত আজ বিশ্বের অন্যতম জটিল ও দীর্ঘস্থায়ী সংকট। ১৯৪৮ সালে ইজরায়েল রাষ্ট্র গঠনের পর থেকেই প্যালেস্তিনিদের ভূমি দখল, বাস্তুচ্যুতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অব্যাহত। সাম্প্রতিক গাজা যুদ্ধ সেই সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিয়েছে। খাদ্য, ওষুধ, জ্বালানি ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ এখন বেঁচে থাকার লড়াই করছেন। অন্যদিকে ইজরায়েল দাবি করছে, হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতেই এই অভিযান চালানো হচ্ছে। আন্তর্জাতিক মহলে এ নিয়ে তীব্র নিন্দা ও বিভাজন দেখা দিয়েছে। কেউ যুদ্ধবিরতির পক্ষে, আবার কেউ ইজরায়েলের নিরাপত্তার যুক্তি তুলে ধরছে। তবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ নিরপরাধ মানুষ।
