আজকাল ওয়েবডেস্ক: স্কার্ট পরিহিত মহিলাদের ছবি চেয়ে বিজ্ঞাপন দিল একটি সংবাদপত্র। এই অদ্ভুত বিজ্ঞাপন দিয়েছে হাঙ্গেরির একটি সংবাদপত্র। এর পরেই তৈরি হয়েছে বিতর্ক। বিভিন্ন সংগঠন এই বিজ্ঞাপনের তীব্র নিন্দা করেছে। 

হাঙ্গেরির একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৪ জুন মেট্রোপল সংবাদপত্র তাঁদের কাগজে স্কার্ট পরিহিত বেশ কিছু মহিলার ছবি ছেপেছিল। অভিযোগ, সেই ছবিগুলি তোলা হয়েছিল মহিলাদের অনুমতি না নিয়েই। ছবির সঙ্গে লেখা ছিল, ‘স্কার্ট পরা মহিলার ছবি তুলুন এবং পাঠিয়ে দিন।’ আরও লেখা ছিল, ‘যত ছোট, তত ভাল।‘

ছবিগুলির বেশির ভাগই হয় সাবওয়েতে বা রাস্তার ধারে তোলা। এই অদ্ভুত বিজ্ঞাপন দেখেই সমাজমাধ্যম এবং হাঙ্গেরিতে তীব্র নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বুধবার দুপুরে ৬০ জনের একটি দল মেট্রোপলের অফিসের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের স্লোগান ছিল, “হেনস্থা কখনও সাংবাদিকতা হতে পারে না।“

অনেক বিক্ষোভকারী দাবি জানিয়েছেন, মেট্রোপলের উচিৎ প্রকাশ্যে ক্ষমা চাওয়া। সমাজমাধ্যমের প্রতিক্রিয়াও প্রায় একই রকম। একজন লিখেছেন, “এর উদ্দেশ্য পাঠকদের উত্তেজনা বৃদ্ধি করা না কি যে সকল মহিলারা স্কার্ট পরছেন তাঁদের অপমান করা?” 

সংবাদপত্রটি শাসকদলের আদর্শের পরিপন্থী। একজন লিখেছেন, “রাষ্ট্রে হাতে যুবতীদের হেনস্থা।“