আজকাল ওয়েবডেস্ক: সমাজের ওপরতলার লোকেদের যৌন পরিষেবা দেওয়ার জন্য ভাড়া করা হত এশিয়ান মহিলাদের। আমেরিকার ওই মহিলা দোষী সাব্যস্ত হয়েছে সম্প্রতি।
হ্যান লি নামে ওই আমেরিকান মহিলার বয়স ৪২ বছর। মূলত বোস্টন এবং ওয়াশিংটনের শহরতলিতে সেক্স র্যাকেট চালাত সে। তার সঙ্গে যুক্ত আরও দু'জন মাথাকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে।
তদন্তে উঠে এসেছে, ২০২০ সালের জুলাই থেকে, হ্যান লি ক্যামব্রিজ, ওয়াটারটাউন, ম্যাসাচুসেটস, ফেয়ারফ্যাক্স এবং টাইসনস, ভার্জিনিয়াতে একাধিক পতিতালয় সহ একটি আন্তঃরাজ্য পতিতাবৃত্তি নেটওয়ার্ক তৈরি করেছিল। এ জন্য সে প্রাথমিকভাবে বেছে নিত এশীয় মেয়েদের। তাদের প্ররোচিত করত পতিতাবৃত্তি করতে। জানা গিয়েছে, যেসব মহিলারা প্লেনে ভ্রমণ করতেন তাদের সঙ্গে যোগাযোগ করে কেউ অসুবিধেয় পরলে থাকার ব্যবস্থা করে দিত পতিতাপল্লীতে। যাতে তাদের এই কাজে টেনে আনা যায়। জায়গাগুলি ছিল মূলত আপ্যার্টমেন্ট বিল্ডিং, বাইরে থেকে দেখে কিছু বোঝার উপায় নেই।
পতিতাবৃত্তি নেটওয়ার্ক তৈরির জন্য বিজ্ঞাপন দেওয়া হত দুটো ওয়েবসাইটের মাধ্যমে। সেখান থেকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হত মন্ত্রী থেকে শুরু করে সরকারি আমলা সহ উচ্চপদস্থ লোকেদের। যৌন পরিষেবা দেওয়ার জন্য চার্জ করা হত $350 থেকে $600। ভারতীয় টাকায় হিসেব প্রায় ২৯ হাজার ৩০১ টাকা থেকে ৫০ হাজার ২৩১ টাকা। এই পতিতাপল্লীগুলির ফোন নম্বর রক্ষণাবেক্ষণ করত হ্যান লি। নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট এর মাধ্যমে সে নিজে ঠিক করত কে কোথায় যাবে।
কারা ছিল নিয়মিত এই পতিতাপল্লীর ক্লায়েন্ট তা এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি। তবে মন্ত্রী থেকে শুরু করে সমাজের ওপরতলার মানুষরাই এই সার্ভিস নিতেন বলে তদন্তে উঠে এসেছে। দোষী সাব্যস্ত করে হ্যান লিকে ২৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। যদিও হ্যান লি এর দাবি, সে এই কাজে কোনও মহিলাকেই বাধ্য করেনি।
