আজকাল ওয়েবডেস্ক: কেটে গিয়েছে সাত সাতটি বছর। হারিয়ে যাওয়া এক বন্ধুর সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করেছেন চিনের এক বাসিন্দা। এজন্য তিনি সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। কীভাবে খুঁজে পেলেন ছোট্ট বেলার বন্ধুকে?
জানা গিয়েছে, চিনের এক সামাজিক মিডিয়া অ্যাপের সাহায্য নিয়েছিলেন তিনি। সেই অ্যাপের মাধ্যমে নিজের স্কুলে পড়া এক বন্ধুকে খুঁজে পেয়েছেন। সেই অ্যাপটির নাম রেডনোট।
২০১৭-১৮ সাল নাগাদ আইওয়াতে এক প্রাইভেট ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছিলেন তিনি। সেখানেই এক চিন দেশি বন্ধুর সঙ্গে সাইমনের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল তাঁর। কিন্তু স্কুল জীবন শেষ করে বাড়ি ফেরার পর তাঁরা যোগাযোগ হারিয়ে ফেলেন। ফের ফিরে পাওয়ার সমস্ত কিছুর জন্য তিনি সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানান।
তিনি লেখেন, তাঁকে খুঁজে পেতে সাহায্য করার জন্য এই অ্যাপের সমস্ত নেটিজেনদের দরকার। এরপরই সমস্ত চিনা সম্প্রদায় তাঁকে সাহায্য করার জন্য এক জোট হয়েছিলেন। তিনি তাঁর ওই বন্ধুর পুরোনো ছবি শেয়ার করেন। কয়েক ঘণ্টার মধ্যেই একজন অনলাইন ব্যবহারকারী সেলিনার ভিডিওর নিচে মন্তব্য করেন যে তিনিই সাইমন।
তিনিও ওই অ্যাপের সকলকে ধন্যবাদ জানান। বলেন, হ্যালো, সবাই, আমি সাইমন। কখনও কল্পনাও করিনি আমার ভালো বন্ধুর সঙ্গে এভাবে কয়েক বছর পরে আবার যোগাযোগ হবে। রেডনোটে যারা সাহায্য করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।
সাইমন পরে কৃতজ্ঞতা প্রকাশ করে একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি বলেন, দুই বন্ধুর জন্য তাদের সকলকে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। এরপর তিনি বলেন, কখনও ভাবতেই পারা যায়নি রেডনোট এর মাধ্যমে যোগাযোগ হবে।
তাদের মিলনের দৃশ্য দেখে চোখে জল সকলের।
