আজকাল ওয়েবডেস্ক: সংখ্যালঘু সম্প্রদায়কে প্রবল দমনপীড়নের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার সবচেয়ে বেশি হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের বৃহত্তম হিন্দু সংগঠন ঢাকেশ্বরী হিন্দু সভা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিরা হিন্দু ভোটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাতে নির্বাচন আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন। কমিশনকে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে হিন্দুরা ভোট দেওয়ার জন্য যথেষ্ট নিরাপদ বোধ করছে না। কমিশনকে গোষ্ঠীটি বলেছে, নির্বাচনে অংশ নিতে হলে হিন্দুদের অতিরিক্ত নিরাপত্তা দেওয়া উচিত। নিরাপদে ভোটদান নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থাসহ আলাদা ভোটকেন্দ্রের দাবি জানানো হয়েছে।
বাংলাদেশের সাধারণ নির্বাচন এই বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে হিন্দু সংগঠনটি বলেছে, সম্প্রদায়ের মধ্যে ভয় বাড়ছে। তারা জোর দিয়ে বলেছে যে হুমকি ও বারবার হামলার কারণে অনেক হিন্দু ভোট দিতে অনিচ্ছুক। সংগঠনটি কমিশনকে সংখ্যালঘুদের ওপর হিংসার খবর পাওয়া গিয়েছে এমন এলাকাগুলিতে বিশেষ করে কঠোর নিরাপত্তা গ্রহণের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, আলাদা ভোটকেন্দ্র স্থাপন করলে তা ভয় কমাতে এবং ভোটের সময় হামলা প্রতিরোধে সাহায্য করতে পারে।
সিঙ্গাপুরে জুলাই মাসের গণঅভ্যুত্থানের সংগঠক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বিক্ষোভ শুরু হওয়ার পরেই হিন্দুদের উপর হিংসা বেড়ে যায়। ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে পুড়িয়ে দেওয়া হয়েছে। তোলাবাজির অভিযোগে অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই অঞ্চলে বাজেন্দ্র বিশ্বাস নামে এক হিন্দু পোশাক কারখানার কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। অপর একটি ঘটনায়, একজন হিন্দু নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়, একটি গাছের সাথে বেঁধে রাখা হয় এবং তার চুল কেটে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে। যশোর জেলায় রানা প্রতাপ বৈরাগী নামে এক হিন্দু ব্যবসায়ী ও ভারপ্রাপ্ত সংবাদপত্র সম্পাদককে গুলি করে হত্যা করা হয়েছে। একই দিনে শরৎ মণি চক্রবর্তী নামে এক হিন্দু মুদি দোকানদারও মারা যান।
সাম্প্রতিক দিনগুলোতে আরও বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। ২৫ বছর বয়সী হিন্দু যুবক মিঠুন সরকার চুরির অভিযোগে ক্ষিপ্ত জনতার হাত থেকে বাঁচতে গিয়ে খালে ঝাঁপ দিলে তাঁর মৃত্যু হয়। গত সপ্তাহে জয় মহাপাত্র নামে এক হিন্দু ব্যক্তিকে মারধর করে এবং পরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্থানীয় মুসলিম ব্যক্তি আমিরুল ইসলাম। রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম অঞ্চলের দাগনভূঁইয়ায় ২৮ বছর বয়সী সমীর দাসকে পিটিয়ে ও ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের পাবনা জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী রবিবার রাতে জেলের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।
বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বারবার হামলার নিন্দা জানিয়েছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি অভিযোগ করেন যে সরকার সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।
