আজকাল ওয়েবডেস্ক: ছেলের ক্যান্সার চিকিৎসার জন্য চুরির অভিযোগে অভিযুক্ত এক বাবা৷ ঘটনাটি ঘটে চিনে৷ ট্রান্সফরমার চুরির অভিযোগে জেলে ছিলেন তিনি। তখনই তাঁর ছেলে লিউকেমিয়ায় মারা যায়। অভিযুক্ত ২৯ বছর বয়সী ইউ হাইবো৷ হাইবোকে যে কারাগারে রাখা হয়, তার কাছেই একটি হ্রদে ছেলের অস্থি দেওয়া হয়। এই হৃদয়বিদারক ঘটনা প্রকাশ্যে আসায় চারিদিক স্তব্ধ।
আন্তজার্তিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইউ হাইবো চীনের উত্তর-পূর্ব জিলিন শহরের বাসিন্দা। কৃষক পরিবারে জন্ম তাঁর। কিশোর বয়সে স্কুল ছেড়ে দেওয়ার পর রাঁধুনি এবং ওয়েল্ডার হিসেবে কাজ করতেন। অল্প বয়সেই হাইবো তাঁর বান্ধবীকে বিয়ে করেন। ২০১৪ সালে তাঁদের ছেলে জিয়াউয়ের জন্মের সময় হাইবো গাড়ি কারখানায় কাজ করে মাসে মাত্র ২০০০ ইউয়ান আয় করতেন। স্ত্রী ছিলেন গৃহিণী। তিন বছর বয়সে জিয়াউয়ের লিউকেমিয়া ধরা পড়ে। চিকিৎসার জন্য হাইবো তাঁর বাড়ি বিক্রি করেন৷ এরপর আচমকা তাঁর চাকরি চলে যাওয়ায় শুরু হয় চূড়ান্ত অসহায়তা৷
সূত্রে জানা গিয়েছে এক বন্ধুর ভুল পরামর্শে তিনি ফেঁসে যান।রাস্তার ধারের ট্রান্সফরমার থেকে তামা বিক্রি করে টাকা পাওয়ার ফাঁদে পা ফেলেন হাইবো৷ ২০টিরও বেশি ট্রান্সফরমার চুরি করে প্রায় ৩০,০০০ ইউয়ানে তামা বিক্রি করেন। চুরির অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হয়। চার বছরের জন্য জেল হেফাজত। ইতিমধ্যে, তাঁর স্ত্রীকে একাধিক চাকরি করতে হয় শিশুকে দেখভাল করতে। ছেলের মৃত্যুর এক মাস আগে হাইবোকে শেষবারের মতো হাসপাতালে দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
২০২৪ সালের নভেম্বরে জেল থেকে মুক্তি পাওয়ার পর, হাইবো প্রতি দুই সপ্তাহে লেক ঘুরে আসেন। সম্প্রতি বাবা দিবসে তিনি ফুল, কেক এবং খেলনা নিয়ে হ্রদে যান।
