আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পোশাকেই তৈরি পাত্রী। অনুষ্ঠানে একে একে পৌঁছেছেন নিয়ন্ত্রিতরাও। আর মিনিট কয়েক পরেই বিয়ে। এদিকে পাত্র নেই মণ্ডপে। কোথায় তিনি? খুঁজে দেখা গেল, জিমে শরীরচর্চায় মগ্ন তিনি। বিয়ের সাজসজ্জা বাদ দিয়ে, শরীরচর্চায় মন তাঁর। যা দেখেই রেগে আগুন পাত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিওটি। দেখা গেছে, এক যুবক জোরকদমে শরীরচর্চা করছেন। হঠাৎ তাঁর সামনে এসে চিৎকার চেঁচামেচি করছেন এক তরুণী। তাঁর পরনে বিয়ের পোশাক। পাত্রের উদ্দেশে চিৎকার করে বলছেন, 'তুমি এখনও শরীরচর্চা করছো! আর ২০ মিনিট পরেই আমাদের বিয়ে। এখনও তৈরি হওনি। কী চাও তুমি!'
এদিকে পাত্রী যখন নাজেহাল, তখনও ঠান্ডা মাথায় শরীরচর্চা করছেন পাত্র। ঝামেলায় বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না। ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়তেই একজন লিখেছেন, 'এমন আত্মমগ্ন ছেলেকে বিয়ে না করাই ভাল!' আরেকজন লিখেছেন, 'এখনও সময় আছে বিয়ে ভেঙে দাও!'
পরে আরও একটি ভিডিও ওই তরুণী শেয়ার করেছিলেন। যেখানে দেখা গেছে, জিমে পুশ আপ করেই পাত্রীকে আংটি পরিয়ে দিচ্ছেন ওই যুবক। বিয়ের পরেই সকলের সামনে থেকে পাত্রীকে কোলে তুলে জিম থেকে দৌড়ে পালিয়ে যান। অনেকেরই ধারণা, ভিডিওটি সম্ভবত কন্টেন্ট হিসেবে বানানো হয়েছে। আদতে এমনটি ঘটেনি।
