আজকাল ওয়েবডেস্ক: গুগলের মাথায় নতুন পালক। এবার তারা শুরু করল রিয়েল টাইম ট্রান্সলেশন। এটি করা যাবে হেডফোনের সাহায্যে। এরফলে আগামীদিনে যারা গুগলে কাজ করবেন তাদের কাছে এটি একটি নতুন অপশন হিসেবে সামনে আসবে।


এই সুবিধা পেতে হলে গুগলের জেমিনিকে ব্যবহার করতে হবে। সেখান থেকেই এই অনুবাদের কাজটি করা যাবে। এতদিন ধরে যেটি শুধু মনিটরেই সীমাবদ্ধ ছিল সেটি এবার সোজা চলে যাবে শ্রোতার কানে। গুগলের পক্ষ থেকে বলা হয়েছে বিশ্বের প্রচুর মানুষ গুগলের কাছ থেকে অনুবাদ করতে চায়। সেখান থেকে দেখতে হলে নতুন এই ফিচার এই কাজকে সহজ করে দেবে।


নতুন এই ফিচার থেকে গুগল ব্যবহারকারীরা নিজেদের হেডফোন থেকেই লাইভ ট্রান্সলেশন শুনতে পারবেন। একবার এটিকে যদি কানেক্ট করে দেওয়া হয় তাহলে সেখান থেকে আর তাদের ভাবতে হবে না। নিজেদের অনুবাদ তারা অতি সহজেই শুনতে পারবেন। অনেক সময় এটি সকলের বিভিন্ন কাজে লাগে। সেই কাজকে যাতে অতি সহজভাবে করা যায় সেজন্যেই এই কাজটি করেছে গুগল। শুধু কয়েকটি স্টেপ ফলো করলেই সেখান থেকে গুগলের অনুবাদ অতি সহজেই পৌঁছে যাবে সকলের কানে।


গুগলের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, এই অনুবাদের কথা বহুদিন ধরেই তারা ভাবছিলেন। সেইমতো তারা কাজ করছিলেন। তবে সেখান থেকে বেরিয়ে এবার সফলতা এসেছে। সকলকে ফের নতুন ফিচার দিকে তাক লাগিয়ে দিয়েছে গুগল।


এই ফিচারটি কথোপকথন, ভাষণ, লেকচার দেওয়ার সময়ও কাজে লাগানো যাবে। অন্য কোনও ভাষা থেকে নিজের পছ্ন্দমতো ভাষাতে বদল করতে পারে গুগলের এই অনুবাদ ব্যবস্থা। প্রথমদিকে এটি আমেরিকা, ভারত এবং মেক্সিকোতে শুরু হবে। পরে বিশ্বের বাকি দেশগুলিতে ছড়িয়ে পড়বে।


প্রথমদিনে মোট ৭০ টি ভাষায় এই কাজ শুরু করেছে গুগল। পরে ভাষার সংখ্যা আরও বাড়ানো হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে। ২০২৬ সালের আগে গুগলের এই পদক্ষেপ একটি বিরাট পদক্ষেপ হিসাবেই দেখছে বিশ্ববাসী। গুগল মানেই সকলের কাছে নতুন প্রযুক্তি। সেটাই ফের একবার দেখা গিয়েছে এখানে।


এই কাজে সবথেকে বেশি সহায়তা করবে গুগলের জেমিনি এআই। এতদিন ধরে এখানে বেশ কয়েকটি ফিচার ছিল। তবে সেখান থেকে এবার নতুন এই ফিচারটি সকলের মন জয় করে নেবে বলেই মনে করছেন সকলে। এই অনুবাদ হবে একেবারে নির্ভুল। এখানে কোনও ভুল থাকবে না। প্রধান ভাষা হিসেবে রাখা হয়েছে ইংরেজি, স্প্যানিশ, আরবি, চাইনিজ, জাপানিজ এবং জার্মানকে।