আজকাল ওয়েবডেস্ক: নিউ ইয়র্কে বড়দিন উদযাপনের পরই রোদঝলমলে ছুটির মেজাজে ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট বার্টসে পাড়ি দিলেন সুপারমডেল ও টিভি ব্যক্তিত্ব হেইডি ক্লুম। স্বামী, টোকিও হোটেল ব্যান্ডের গিটারিস্ট টম কাওলিটজকে সঙ্গে নিয়ে প্রতি বছরের মতো এবারও দ্বীপটিতে ছুটি কাটাতে দেখা যায় ৫২ বছর বয়সি এই জার্মান সুপারমডেলকে। তবে এবার তার ছুটি কাটানোকে  ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে সাহসী উপস্থিতির জন্য।

মার্কিন ট্যাবলয়েড দ্য ইউএস সান-এর প্রকাশিত ছবিতে দেখা যায়, সেন্ট বার্টসের নীল স্বচ্ছ সমুদ্রে সম্পূর্ণ টপলেস অবস্থায় সাঁতার কাটছেন হেইডি ক্লুম। তিনি পরেছিলেন শুধুমাত্র ছোট থং স্টাইলের বিকিনি বটমস, সঙ্গে লম্বা মুক্তোর হার। সমুদ্রের জলে ও সৈকতে হাঁটার সময় তাঁর আত্মবিশ্বাসী ভঙ্গি ও ফিট শরীর নজর কেড়েছে সকলের।

ছবিতে আরও দেখা যায়, টম কাওলিটজও ছিলেন সম্পূর্ণ রিল্যাক্সড মুডে খালি গায়ে, হালকা গোলাপি রঙের সুইম ট্রাঙ্কস ও ধূসর টুপি পরে স্ত্রীকে সঙ্গ দিচ্ছেন। সমুদ্রে সাঁতার কাটার সময় এবং সৈকতে হাঁটার মুহূর্তে দম্পতির প্রকাশ্য প্রেম ধরা পড়েছে ক্যামেরায়।

হেইডির প্রায় নগ্ন এই লুক তাঁর সুগঠিত দেহকে আরও স্পষ্ট করেছে। সাদা বেসবল ক্যাপ, যেখানে সোনালি অক্ষরে লেখা ছিল ‘St. Barths’, ভেজা ঢেউ খেলানো সোনালি চুল ঢেকে রেখেছিল। সঙ্গে ছিল বড় সানগ্লাস, মোটা সোনার দুল এবং অ্যাম্বার রঙের চশমা। সৈকতে ও জলে নামার ফাঁকে ঠান্ডা বিয়ার চুমুক দিতেও দেখা যায় তাঁকে।

এই ছুটির সফরে হেইডির সঙ্গে ছিলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও ফ্যাশন ফটোগ্রাফার আন্তোয়ান ভার্গলাস। উল্লেখযোগ্যভাবে, এই অবকাশযাপন শুরু হয় ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে হাজির থাকার কয়েক সপ্তাহ পর।

হেইডি ক্লুম বরাবরই নিজের শরীর নিয়ে প্রকাশ্যে খোলামেলা থাকেন। চলতি মাসের শুরুতেই তিনি ইনস্টাগ্রামে সুইমিং পুলের ধারে টপলেস অবস্থায় রোদ পোহানোর ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওতে দেখা যায়, পেটের ওপর শুয়ে তিনি বুক ঢেকেছিলেন তোয়ালে দিয়ে। সেই ভিডিওতেও ভক্তরা তাঁর তারুণ্য ও আত্মবিশ্বাসের প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট  বিভাগ।

সম্প্রতি আরও একাধিক পোস্ট নিয়ে আলোচনায় এসেছেন হেইডি। কখনও অদ্ভুতভাবে শুধু পায়ের ভিডিও পোস্ট করে ভক্তদের বিভ্রান্ত করেছেন, আবার কখনও মিউনিখে ২০২৫ বাম্বি অ্যাওয়ার্ডসের আগে আকাশছোঁয়া হিল পরার মুহূর্ত শেয়ার করে চমকে দিয়েছেন। এর পাশাপাশি মেয়ে লেনি ক্লুমের সঙ্গে নগ্ন রঙের বডিস্যুট পরে ফটোশুট নিয়েও বিতর্ক তৈরি হয়, যা অনেকের কাছে “অস্বস্তিকর” ও “অতিরিক্ত যৌনতা” বলে মনে হয়েছে।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে এই বিতর্ক প্রসঙ্গে হেইডি জানান, তাঁর ইউরোপীয় ঘরানায়  বেড়ে ওঠার কারণেই শরীর নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি খোলামেলা। তিনি বলেন, “আমি সবসময়ই নিজের শরীর নিয়ে খুব খোলা মনোভাব পোষণ করেছি। আমার সন্তানরা আমাকে অন্যভাবে দেখেনি, তাই ওরাও নিজেদের শরীর নিয়ে অনেক বেশি স্বচ্ছন্দ।”

সেন্ট বার্টসে হেইডি ক্লুমের এই টপলেস উপস্থিতি তাই শুধু একটি ছুটির মুহূর্ত নয়, বরং তাঁর দীর্ঘদিনের বডি-পজিটিভ দৃষ্টিভঙ্গিরই আরেকটি প্রকাশ যা আবারও তাঁকে শিরোনামে এনে ফেলেছে।