আজকাল ওয়েবডেস্ক: চিনা বিজ্ঞানীরা দাবি করেছেন উত্তর আমেরিকার ওপর থাকা চৌম্বকীয় আচ্ছাদন দ্রুত দুর্বল হয়ে যাচ্ছে। অন্যদিকে পূর্ব গোলার্ধে তা আরও শক্তিশালী হচ্ছে। প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাং হানশিয়ানের নেতৃত্বে করা এক গবেষণায় প্রকাশিত হয়েছে যে, পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে ভূ-চৌম্বকীয় মেরুর স্থানান্তর হতে পারে। 


ফাংয়ের দল ১৯০০ সাল থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের শক্তির পরিবর্তনের জন্য আধুনিক মডেল ও ডেটা ব্যবহার করে তার উপর কাজ করছে। তাদের মত অনুসারে, ১৯৩০ থেকে ১৯৯০ সালের মধ্যে উত্তর আমেরিকায় চৌম্বক ক্ষেত্রের শক্তি বৃদ্ধি পেয়েছিল এবং এই অঞ্চলের শক্তি ছিল বিশ্বের অনেক অঞ্চলের তুলনায় বেশি। তবে গত তিন দশকে, বিশেষত ২০২০ সালের মধ্যে, উত্তর আমেরিকায় চৌম্বক ক্ষেত্রের শক্তি এমন একটি স্তরে নেমে গেছে যা এখন বিশ্বের গড় শক্তির কাছাকাছি।


চিনা বিজ্ঞানীরা দাবি করেছেন যে উত্তর আমেরিকার ওপরের চৌম্বকীয় আচ্ছাদন দ্রুত দুর্বল হয়ে যাচ্ছে। পূর্ব গোলার্ধের দিকে তা ক্রমশ শক্তিশালী হচ্ছে। পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে ভূ-চৌম্বকীয় মেরুর স্থানান্তর এই "অস্বাভাবিক দ্রুত" চৌম্বক ক্ষেত্রের শক্তি হ্রাসের কারণ হতে পারে। 


ফাং আরও উল্লেখ করেন, "উত্তর আমেরিকায় চৌম্বক ক্ষেত্র দুর্বল হওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর এবং আফ্রিকায় এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।" গবেষণা থেকে জানা যায়, গত এক শতাব্দীতে উত্তর গোলার্ধের চৌম্বকীয় মেরু প্রতি বছর গড়ে ১০ কিলোমিটার পূর্বদিকে সরে গেছে। এটা বিশ্বের পক্ষে নতুন চিন্তার কারণ হয়ে উঠতে পারে।