আজকাল ওয়েবডেস্ক: যাত্রীবাহী বিমানটি তখন উড়ছিল ১৪ হাজার ৫০০ ফুট ওপর দিয়ে। হঠাৎই এক বিমান কর্মীর চোখে ধরা পড়ল যে বিমানের দুটি জানালার কাচ নেই। এর সাথে আরও দুটি জানালা ভালভাবে লাগানো হয়নি। দুর্ঘটনা থেকে বাঁচতে দ্রুত পাইলটসহ অন্যদের জানান তিনি। পরে নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করতে সক্ষম হয় বিমানটি।
এমনই রোমহর্ষক ঘটনা ঘটে ৪ অক্টোবর। বিমানটি ব্রিটেনের লন্ডনের স্টান্সটেড বিমানবন্দর থেকে আমেরিকার ফ্লোরিডার উদ্দেশে উড্ডয়ন করেছিল। ওই দিন বিমানটিতে ১১ জন বিমান কর্মী ও ৯ জন যাত্রী ছিলেন। তাঁরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। খবর ইন্ডিপেনডেন্ট’র।
উড়ানের সময় সব যাত্রী বিমানের মাঝখানে বসেছিলেন। টেকঅফ এবং সিট বেল্ট সাইন নিষ্ক্রিয় করার পর এক বিমান কর্মী বিমানের পেছনের দিকে এসে জানালায় কাচ না থাকার বিষয়টি দেখেন। পরে তিনি অন্যদের জানান এবং বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তদন্তে দেখা গেছে, বিমানের জানালায় যে কাচ থাকে সেগুলো দুটি জানালায় ছিল না। আর দুটি জানালার কাচ ঝুলে ছিল। অবশ্য জানালায় কাচ না থাকলেও বিমানের কেবিনে চাপ ঠিক ছিল।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, এ ঘটনার আগের দিন বিমানটি রানওয়েতে দাঁড়ানো অবস্থায় শুটিং করা হয়। সূর্যের আলোর মতো দৃশ্য তৈরির জন্য সেখানে উচ্চ তাপের লাইট ব্যবহার করা হয়। ফলে জানালার কাচ খসে পড়ে বলে ধারণা করা হচ্ছে।