আজকাল ওয়েবডেস্ক: কর্মী সময়ের আগে বারই যেতে চেয়েছিলেন, তার জন্য দ্রুত কাজ শেষও করেছিলেন। তার উত্তরে বস যা বললেন, অবাক নেটিজেনরা। এরকম ঘটনা অনেকের সঙ্গেই ঘটে থাকে, কোনও কারণে সময় শেষ হওয়ার কিছু আগে বাড়ি যেতে চান কর্মী। কারণ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ, শারীরিক অসুস্থতা কিংবা অতি প্রয়োজনে বাইরে যাওয়া। কিন্তু এক্ষেত্রে বাড়ি যেতে চাইলে, অনেকসময় সংস্থা অনুমতি দেয় না। বস রাজি হন না।

কিন্তু সকলেই এক হন না। সম্প্রতি এক ম্যানেজার জানিয়েছেন, এই প্রজন্মের কর্মীদের তিনি কীভাবে ম্যানেজ করেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে এই ঘটনা প্রকাশ্যে এসেছে। 

৩৫ বছর বয়সী জেসি মার্শাল হাইভ এইচকিউ নামে একটি জনসংযোগের কাজ করেন। সম্প্রতি তাঁর এক কর্মী তাঁকে একটি মেল করেন। তাতে লেখা ছিল, কাজ শেষ হয়েছে সময়ের আগে, তাহলে কি কাজ বন্ধ করতে পারেন? কিছুক্ষণ ভাবেন জেসি, তারপরেই উত্তর দেন ‘হ্যাঁ’।

কেন রাজি হন? জেসি জানান, তিনি বুঝতে পারেন এই প্রজন্মের ছেলে-মেয়েদের। তিনি বলেন, দীর্ঘ কাজের সূত্রে তিনি জানেন, এই প্রজন্মের ছেলে-মেয়েরা স্মার্ট, কাজ করতে জানে, তারা শুধু কঠোর পরিশ্রমে বিশ্বাস করে না, তাঁরা কর্মস্থল-বাড়ির মধ্যে ভাগ, এবং দু’ জায়গায় সময় বজায় রাখতে পারেন।