আজকাল ওয়েবডেস্ক : তার নাম ইলন মাস্ক। যাকে এই সময় পৃথিবীর অন্যতম ধনী বললেও কম বলা হবে। তিনি গোটা সামাজিক মাধ্যমে নিজের রাজত্ব কায়েম করেছেন। সম্প্রীতি আমাদের সবার সঙ্গে যুক্ত হয়েছে এআই। বলা যেতে পারে আগামী প্রজন্ম রয়েছে এআইয়ের হাতে। 

 

তবে এবার অন্য চমক। এআই রয়েছে ইংরেজি ভাষায়। আর একে অন্য ভাষায় নিয়ে আনার তোড়জোড় চলছে। ইলন মাস্ক ঘোষণা করেছেন এআই এবার হবে হিন্দিতে। তাই তার দরকার একজন হিন্দি জানা শিক্ষক। এই শিক্ষক সারাদিন এআই কে হিন্দিতে কাজ করাবে। 

 

তবে এবার আরও চমক। এই হিন্দি শিক্ষক মাইনে পাবেন ঘন্টায় ৫, ৫০০ টাকা। তাহলে বুঝতে পারছেন তার দৈনিক আয় কত হতে পারে। মাস্ক চাইছেন ফারাসি, চিন এবং আরবি ভাষায় দক্ষ হবে এআই। তাই পরে এই বিষয়ে তিনি কাজ করবেন। 

 

এই পদের জন্য যেকেউ আবেদন করতে পারেন। তিনি যদি ভারতীয় হন তাহলে তো কথা নেই। শুধু টাকার অঙ্ক নয়। ইলন মাস্ক তাকে আরও অনেক সুবিধা দেবেন। আসলে ইলন মাস্ক চাইছেন এআই যেন গোটা বিশ্বজুড়ে নিজের প্রভাব বিস্তার করে তাই তিনি সবার আগে হিন্দিকেই বেছে নিলেন।