কম্পনে বিধ্বস্ত বাংলাদেশ, মৃত তিন, আহত বহু

ছবি: সংগৃহীত।

আজকাল ওয়েবডেস্ক: কম্পনে বিধ্বস্ত বাংলাদেশ, মৃত তিন, আহত বহু, বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। শুক্রবার সকালে প্রবল কম্পন। ভূমিকম্পের উৎসস্থল ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের ঘোরাশাল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।  বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। কেঁপে ওঠে চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ,নারায়নগঞ্জ,পটুয়াখালি, বগুড়া, বরিশাল।  সকাল থেকেই ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির ছবি অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কোথাও রাস্তায় আতঙ্কিত মানুষের ভীড়, কোথাও ভেঙে পরেছে ঘরের অংশ।

বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রবল কম্পনে বিধ্বস্ত বাংলাদেশ। মৃত্যু হয়েছে অন্তত তিনজনের। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান জানিয়েছেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের নাম  রাফিউল ইসলাম। ওই যুবক ঢাকা মেডিক্যাল কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছে।

তথ্য, ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন আহত হয়েছেন। নরসিংদী জেলা হাসপাতালে আহত ৪৫ জনের মধ্যে তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে খবর বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে। 

 

উত্তর থেকে দক্ষিণ কলকাতা, সকাল দশটা আট নাগাদ কেঁপে ওঠে আচমকা। কম্পন বুঝতে পেরেই আতঙ্কে কেঁপে ওঠেন স্থানীয়রা। বহুতলগুলি থেকে রাস্তায় নেমে আসেন অনেকেই। সল্টলেক অফিস পাড়ায় কর্মীরা তৎক্ষণাৎ টের পেয়েই নীচে নেমে আসেন। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।

 

এর আগে, ২০ নভেম্বর, অর্থাৎ গতকাল ইন্দোনেশিয়ার সেরাম অঞ্চলে ফের জোর ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬। বৃহস্পতিবার এই খবর জানায় জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটি থেকে প্রায় ১৩৬ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে গভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত। গভীরতা বেশি হলেও এর কম্পন সেরাম ও আশপাশের এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়। ঘটনাটি ঘটে ঠিক তার ২৪ ঘণ্টা আগে সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর, ফলে অঞ্চলে উদ্বেগ আরও বেড়ে যায়। তবে ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

 

অন্যদিকে একই দিনে ইউরোপীয়-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ইন্দোনেশিয়ার আম্বন অঞ্চল, বিশেষ করে মালুকুর রাজধানী কোট্তা আম্বনের নিকটবর্তী এলাকায় ৫.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি মাঝারি গভীরতার ছিল বলে সংস্থাটি জানায় এবং এটি স্থানীয় সময় দুপুরের দিকে আঘাত হানে। দু’টি ভূমিকম্পের সময়ানুগ অবস্থান ও কাছাকাছি কেন্দ্রবিন্দু থাকার কারণে ভূ-তাত্ত্বিক বিশ্লেষকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।