আজকাল ওয়েবডেস্ক: ফের জাপানে ভূমিকম্প। সোমবার রাতে (স্থানীয় সময়) ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান উপকূল। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফলে সুনামি সতর্কাতা জারি করা হয়েছে। উপকূল এলাকায় তিন মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ছে। মানুষ আতঙ্কিত। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে প্রশাসন।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রাত সওয়া ১১টায় জাপানের উত্তর ও পূর্বের একটি বড় অংশে ভূমিকম্প আঘাত হানার পর হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বেশ কয়েকজন ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন, যেখানে ঝাড়বাতি এবং যানবাহন কাঁপতে দেখা যাচ্ছে।
সরকারি সম্প্রচারক এনএইচকে জানিয়েছে, হাচিনোহে শহরের আওমোরি শহরের একটি হোটেলে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি নিরাপত্তা পরীক্ষা চালাচ্ছে।
প্রধানমন্ত্রী সানে তাকাইচি সাংবাদিকদের সংক্ষিপ্ত মন্তব্যে বলেছেন, "সরকার জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য একটি জরুরি টাস্ক ফোর্স গঠন করেছে। "আমরা মানুষের জীবনকে প্রথমে রাখছি এবং আমাদের যথাসাধ্য চেষ্টা করছি।"
জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) অনুযায়ী, অক্টোবরের শুরুতে হোনশুর পূর্ব উপকূলের কাছে রিখটার স্কেলে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
জাপান ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়। কারণ এটি একাধিক টেকটোনিক প্লেট, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় প্লেট, ফিলিপিন্স সমুদ্র প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং উত্তর আমেরিকান প্লেটের মিলনে অবস্থিত। এছাড়াও জাপান প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বরাবর অবস্থিত। যা একটি অত্যন্ত সক্রিয় ভূমিকম্প এবং আগ্নেয়গিরি অঞ্চল।
এই টেকটোনিক স্থাপনার ফলে প্লেটগুলির ক্রমাগত নড়াচড়া এবং একে অপরের সঙ্গে সংঘর্ষ ঘটে, যার মধ্যে রয়েছে সাবডাকশন যেখানে একটি প্লেট অন্যটির নীচে ঢুকে যায়। এর ফলে প্রবল চাপ এবং ঘন ঘন ভূমিকম্পের সৃষ্টি হয়।
জাপানের উচ্চ ভূমিকম্পপ্রবণতার নেপথ্যে অবদান রাখার কারণগুলির মধ্যে রয়েছে জাপান ট্রেঞ্চ। এটি একটি গভীর মহাসাগরীয় পরিখা যা প্লেট সাবডাকশনের সঙ্গে যুক্ত যা শক্তিশালী ভূমিকম্প এবং সুনামির সৃষ্টি করতে পারে। জাপানে অনেক সক্রিয় আগ্নেয়গিরির উপস্থিতি রয়েছে। যা টেকটোনিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। এর ফলে ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হয়।
