আজকাল ওয়েবডেস্ক: দুবাই এয়ার শোতে প্রদর্শন চলাকালীন ভারতের তৈরি হালকা যুদ্ধবিমান ‘তেজস’ মর্মান্তিকভাবে ভেঙে পড়ে। স্থানীয় সময় দুপুর প্রায় ২টা ১০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এয়ার শোতে উপস্থিত হাজার হাজার দর্শক সেই সময় রণতরীর আকাশচুম্বী কসরত ও গতিবেগের প্রদর্শন উপভোগ করছিলেন। ঠিক সেই মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে তেজস মাটিতে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল মেঘ ছড়িয়ে পড়ে।  দুর্ঘটনায় পাইলট গুরুতরভাবে আহত হয়ে প্রাণ হারিয়েছেন। ভারতীয় বায়ুসেনা এই মর্মান্তিক প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনের জন্য একটি আদালত-নির্ধারিত তদন্ত কমিটি গঠিত হচ্ছে।


দর্শকদের মধ্যেই ছিলেন বহু নারী, শিশু ও আন্তর্জাতিক পর্যটক, যাঁরা হঠাৎ এই দুর্ঘটনা প্রত্যক্ষ করে আতঙ্কে চিৎকার করে ওঠেন। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, বিমানের কৌশল প্রদর্শনের সময় হঠাৎই তার গতি ও উচ্চতায় পরিবর্তন দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি নিচের দিকে ঝুঁকে পড়তে শুরু করে এবং শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আগেই তীব্র শব্দে ভূমিতে পতিত হয়। ধাক্কার পরপরই আগুন ধরে যায় এবং আগুনের শিখা দ্রুত উপরের দিকে উঠতে থাকে।


দুর্ঘটনার পরই এয়ার শো কর্তৃপক্ষ অনুষ্ঠান স্থগিত করে। জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং চারদিক ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন। 


তেজস ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর যৌথ উদ্যোগে তৈরি এক অত্যাধুনিক হালকা যুদ্ধবিমান, যা গত কয়েক বছরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রযুক্তিগত সক্ষমতার অন্যতম প্রতীক হিসেবে উঠে এসেছে। দুবাই এয়ার শোতে তার উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, কারণ এই মঞ্চ থেকেই বহু দেশ সামরিক বিমান কেনার সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই এই দুর্ঘটনা শুধু ভারতীয় প্রতিরক্ষা শিল্পের জন্যই নয়, আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।


সম্পূর্ণ ঘটনাটি তদন্তের জন্য কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করেছে। বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করে বিশ্লেষণের কাজ শুরু হয়েছে বলে সূত্রের খবর। দুর্ঘটনার সময় আবহাওয়া পরিষ্কার ছিল এবং দৃশ্যমানতাও স্বাভাবিক ছিল, তাই প্রযুক্তিগত ত্রুটি নাকি মানবিক ভুল—কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা জানতে কয়েক দিন সময় লাগবে।


এয়ার শোতে উপস্থিত বহু আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কোনো যুদ্ধবিমানই দুর্ঘটনার পুরোপুরি বাইরে নয়, তবে উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও এমন পতন বিরল ঘটনা। ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে দুবাই প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তদন্ত এগিয়ে চলেছে।