আজকাল ওয়েবডেস্ক: হোয়াইট হাইসে ফিরলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ গ্রহণ করলেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেন বিতর্কিত এই রিপাবলিকান নেতা। ট্রাম্পের আগে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেন জেডি ভান্স।  ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। শপথের মঞ্চ থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, "আমেরিকার দুর্বল হওয়ার দিন শেষ।" যা আদতে বাইডেন, তাঁর সহযোগি কমলা হ্যারিসকেই ঠেঁস দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

প্রেসিডেন্ট থাকালীন বাইডেনের বহু সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় ফিরলে সেই সময় সিদ্ধান্ত বাতিল করা হবে। এ দিন তাই বাইডেনের সামনেই প্রেসিডেন্ট বলেন, "আমেরিকার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করব আমরা। আমাদের নিরাপত্তা জোরদার হবে। আগের থেকেও শক্তিশালী হয়ে আত্মপ্রকাশ করবে আমেরিকা। নতুন যুগের সূচনা হবে দেশে।"

কৃষ্ণাঙ্গ ও হিসপানিক সমর্থকদেরও বার্তা দেন ট্রাম্প। বলেন, "আমি আপনাদের আওয়াজ শুনেছি। আমি আপনাদের জন্য কাজ করব।" 

 হিমাঙ্কের তাপমাত্রার কারণে এ দিন ঘরের ভেতরে ট্রাম্পের শপথ অনুষ্ঠান স্থানান্তরিত করা হয়েছিল। প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের বাইবেল ব্যবহার করে, ট্রাম্প মার্কিন ক্যাপিটলের রোটান্ডার ভেতরে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের তাবড় তাবড় সব ব্যক্তি, বিলিয়নেয়ার, মন্ত্রিসভার মনোনীত সদস্য এবং প্রাক্তন রাষ্ট্রপতিরা।

তাঁর ভাষণে ট্রাম্প আমেরিকার জন্য "স্বর্ণযুগের" সূচনার কথা জানান। বাইডেন ও কমলা হ্য়ারিসের সামনেই ট্রাম্প বলেন, "অনেক বছর ধরে, একটি উগ্র ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান আমাদের নাগরিকদের কাছ থেকে ক্ষমতা এবং সম্পদ কেড়ে নিয়েছে। এবার সেসব পুনরুদ্ধার হবে।"

গত বছরে তাঁর উপর হামলার চেষ্টার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমেরিকাকে আবার মহান করে তোলার জন্য ঈশ্বর আমাকে রক্ষা করেছেন।" 

প্রেসিডেন্টে বলেন "২০২৫ সলের ২০ জানুয়ারি আমেরিকানদের মুক্তি দিবস।" আমেরিকার স্বার্থরক্ষায় অবৈধ অভিবাসন ঠেকানোর পাশাপাশি, আমদানি শুল্ক বাড়ানোই হাতিয়ার বলেও সাফ বলেছেন প্রেসিডেন্ট। 

শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে লেখেন, "আমাদের উভয় দেশের কল্যাণে এবং বিশ্বের জন্য একটি উন্নত ভবিষ্যত গঠনের জন্য, আমি আবারও একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।"

 

?ref_src=twsrc%5Etfw">January 20, 2025