আজকাল ওয়েবডেস্ক:‌ অভিবাসন আইন আরও কঠোর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকে ১২ দেশের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করলেন তিনি। আরও সাতটি দেশের ক্ষেত্রে আমেরিকায় ঢোকার ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


আগামী সোমবার অর্থাৎ ৯ জুন থেকে আমেরিকায় ঢুকতে পারবেন না আফগানিস্তান, মায়ানমার, চাদ, রিপাবলিক অফ কঙ্গো, ইকিউটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের বাসিন্দারা। প্রবেশে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলার নাগরিকদের উপর। 


এই সিদ্ধান্তের পিছনে জাতীয় নিরাপত্তায় ঝুঁকির কথা বলা হয়েছে। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে কলোরাডোয় সাম্প্রতিক হামলার ঘটনার উল্লেখ করেন ট্রাম্প। প্রসঙ্গত, গত রবিবার কলোরাডোর একটি শপিং মলের বাইরে জমায়েত লক্ষ্য করে ‘ফায়ার বম্ব’ ছোড়েন মিশরের এক নাগরিক। স্লোগান দেন ‘প্যালেস্টাইনকে মুক্ত করো!’ (ফ্রি প্যালেস্টাইন)।


তারপরেই বুধবার হোয়াইট হাউসের তরফে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘‌এমন কোনও দেশ থেকে অভিবাসীদের ঢুকতে দিতে পারি না, যেখানে আমরা নিরাপদ এবং নির্ভরযোগ্যভাবে কিছু যাচাই করে দেখতে পারি না। সেই কারণে নতুন প্রশাসনিক নির্দেশিকায় সই করতে চলেছি।’ ট্রাম্প জানিয়েছেন, ইসলামিক সন্ত্রাসবাদীদের ঢোকা রুখতেই তাঁর এই পদক্ষেপ।