আজকাল ওয়েবডেস্ক: ট্রাম্পের নতুন খেয়ালের শিকার হতে চলেছে বেশ কয়েকটি দেশের মানুষরা। বুধবার একটি বিশেষ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তিনি ১২ টি দেশের নাম ঘোষণা করেন। এই দেশের বাসিন্দারা আর আমেরিকায় যেতে পারবেন না। 


এই দেশগুলির তালিকায় রয়েছে আফগানিস্তান, মায়ানমার, চাড, কঙ্গো, ইকোরিয়েন গায়ানা, ইরিটেরিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।


এখানেই শেষ নয়, সাতটি দেশের নাগরিকরাও এবার বিশেষ অধিকার ছাড়া আমেরিকাতে প্রবেশ করতে পারবেন না। এই দেশগুলি হল বুরান্ডি, কিউবা, লাওস, সিরিয়া লিওনে, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। এই সমস্ত ব্যান শুরু করে চলতি বছরের ৯ জুন থেকে। 


যেসব ভিসাগুলি ৯ জুনের আগে দেওয়া হয়েছে তাদের খুব একটি সমস্যা হবে না। ফলে তারা নিজেদের সময় মতোই তারা আমেরিকাতে থাকতে পারবেন। তবে আইনের বলে যারা আমেরিকার স্থায়ী বাসিন্দা তারা আমেরিকাতে থাকতে পারবেন। যে ব্যক্তির কাছে দুটি দেশের নাগরিকত্ব রয়েছে তারা থাকতে পারবেন। যারা কূটনীতিক তারাও আমেরিকাতে থাকতে পারবেন। যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত এবং সেখানে তারা বিশ্বকাপ, অলিম্পিক্স বা কোনও বিশেষ খেলার অনুষ্ঠানে যোগ দেবেন তাদেরকে এই নিয়ম থেকে বাইরে রাখা হয়েছে। 


এদিন ট্রাম্প বলেন, আমেরিকাকে তিনি বিদেশি জঙ্গিদের থেকে বাঁচাতে চান। ফলে তিনি এই ধরণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দেশকে রক্ষা করতে গিয়েই তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন।


ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প নানা ধরণের সিদ্ধান্ত নিয়ে চলেছেন। সেই তালিকায় এমন একটি সিদ্ধান্ত ফের বড়ভাবে সামনে আসতে চলেছে। আমেরিকাতে প্রবেশের ক্ষেত্রে যে ধরণের নিষেধাজ্ঞা তিনি জারি করেছেন তাতে সমস্যায় পড়তে পারেন আরও বেশ কয়েকটি দেশের বাসিন্দারা। সেদিক থেকে দেখতে হলে ট্রাম্পের এই নয়া ফরমান কতটা বিতর্ক তৈরি করে এবার সেটাই দেখার।