আজকাল ওয়েবডেস্ক: জাপানে ডলফিনের আতঙ্ক। সমুদ্রে স্নান করতে নামলেই ডলফিনের কামড়ে নাজেহাল হচ্ছেন সমুদ্রপ্রেমীরা। ডলফিনের ধারাল দাঁতের কামড়ে রক্তাক্ত হতে হচ্ছে সকলকে। বিশেষজ্ঞরা মনে করছেন একটি ডলফিনের কাজ এটি। তবে এই কাজে একাধিক ডলফিন রয়েছে বলেও মনে করছেন তারা।
চলতি বছরে ১৮ জন সমুদ্রপ্রেমী সাঁতারুকে নানাভাবে আঘাত করেছে ডলফিন। ফুকুই তীরে এই ঘটনা বারে বারে ঘটছে বলে জানা গিয়েছে। কোস্টগার্ডরা বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখলেও জলের নিচে ডলফিনের আচমকা হামলা সামলাতে ব্যর্থ হচ্ছেন সকলেই। সাধারণত এই প্রাণীটি মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে। তারা সহজে মানুষকে আক্রমণ করে না।
কিন্তু কী কারণে তাঁদের আচরণে এমন পরিবর্তন। তা ভেবেই কুল পাচ্ছেন না বিজ্ঞানীরা। একটি স্কুলের পড়ুয়াকে ডলফিন এমনভাবেই আক্রমণ করেছে যে তাঁকে ক্ষতস্থানে ৩০ টি সেলাই পর্যন্ত করতে হয়েছে। ডলফিনের এই হামলার জেরে স্থানীয় পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু কামড় দিয়েই ক্ষান্ত হচ্ছে না ডলফিনরা। জলের গভীরে টেনে নিয়ে গিয়ে প্রাণহানির চেষ্টাও করছে এই ডলফিনরা। এই ডলফিনদের কীভাবে ফের কায়দা করা যায় সেই চিন্তায় এখন মগ্ন ফুকুইয়ের কর্তারা।
