আজকাল ওয়েবডেস্ক: ইউক্রেন রাশিয়া সংঘর্ষ নিয়ে মাথা ঘামিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তাঁর কথা কি শুনছে আদৌ রাশিয়া? নাকি একেবারেই আমল দিচ্ছে না? ট্রাম্পের নয়া মন্তব্যের পর জল্পনা তা নিয়েই। হাঙ্গেরিতে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত আলোচনায় বসার কথা ছিল পুতিন এবং ট্রাম্পের। তবে, বুধবার জানা গেল, অই বৈঠক হচ্ছে না। কারণ কী? কারণ হিসেবে ইতিমধ্যে সামনে এসেছ ট্রাম্পের মন্তব্য। কী কারণ এই বৈঠক স্থগিত হওয়ার? ট্রাম্পের বক্তব্য, এই মুহূর্তে মুলত যে এলাকায় সংঘর্ষ চলছে দু’দেশের, সেখানে এখন লড়াই বন্ধ করতে রাজি নয় মস্কো। আর ট্রাম্প নাকি, অকারণ এক ব্যর্থ বৈঠক করতে রাজি হননি। অতএব বৈঠকে বসছেন না তিনি। যদিও এই বৈঠক আর বসবে কি না, হলেও তা কবে, সেসব প্রশ্ন ঘুরে বেড়ালেও, উত্তর জানা যায়নি। 

স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, বর্তমান ফ্রন্ট লাইনে যুদ্ধ বন্ধ করতে মস্কোর অস্বীকৃতিই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে দু’পক্ষের আলোচনার।

এর আগে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছিলেন অদূর ভবিষ্যতে ট্রাম্প-পুতিনের বৈঠকের কোনও পরিকল্পনা নেই। কিন্তু, বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন যে, দু’সপ্তাহের মধ্যে বুদাপেস্টে আলোচনা করবেন।

আরও পড়ুন: ‘রাখুন আপনার সোনপাপড়ি’, গাড়ি-ট্রলির যুগে ‘মিঠাই ডাব্বা’ পেতেই রাগে যা করলেন কর্মীরা, হু হু করে ছড়াচ্ছে ভিডিও...

শান্তির জন্য মার্কিন ও রাশিয়ার প্রস্তাবের মধ্যে মূল পার্থক্যগুলি এই সপ্তাহে ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে, তেমনটাই মত ওয়াকিবহাল মহলের। এই প্রসঙ্গে উল্লেখ্য, ট্রাম্প এবং পুতিন এর আগে বৈঠকে বসেন আগস্ট মাসে। আলাস্কায় আয়োজিত শীর্ষ সম্মেলনের সময় দেখা করেছিলেন তাঁরা। যদিও সেই সময়ও তাঁদের বৈঠক থেকে সদর্থক উত্তর উঠে আসেনি। সমাধান সূত্রও উঠে আসেনি। 
হোয়াইট হাউসের দ্বিতীয় ট্রাম্প-পুতিন বৈঠকের পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্তকে আরেকটি অনুরূপ পরিস্থিতি এড়াতে একটি প্রচেষ্টা হিসাবে দেখার কথা বলছে ওয়াকিবহাল মহল। তাদের মত, আরও একবার বৈঠকে বসে, সমাধান না আসার পরিস্থিতি চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট। 

আরও পড়ুন: চলন্ত গাড়ির ছাদেই দেদার বাজি ফাটানো! আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে ব্যস্ত রাস্তায়, ভয়ঙ্কর স্টান্ট দেখেই ক্ষোভে ফুঁসছেন


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে একটি প্রস্তুতিমূলক বৈঠক এই সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তাও হচ্ছে না বলেই খবর সূত্রের। সোমবার, ট্রাম্প কিয়েভ এবং ইউরোপীয় নেতাদের দ্বারা সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছেন যাতে বর্তমান ফ্রন্ট লাইনে সংঘাত স্থগিত করা যায়। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে রাশিয়ানদের কাছে এই ধারণাটি বারবার উত্থাপন করা হয়েছে কিন্তু রাশিয়া নিজেদের অবস্থান থেকে একচুলও নড়তে নারাজ।