আজকাল ওয়েবডেস্ক: অবাক করা দৃশ্য! দিনদুপুরে মাঝরাস্তায় মারামারি করতে দেখা গেল কুমির এবং ঘড়িয়ালকে। রাস্তাঘাটে কুকুর বিড়ালের মারামারি দেখা গেলেও, এইধরনের প্রাণীর মারামারির দৃশ্য নজিরবিহীন। তাও আবার প্রকাশ্যে।
সম্প্রতি এই দৃশ্যই দেখা গিয়েছে দক্ষিণ ফ্লোরিডার একটি পার্কে। সেই দৃশ্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে জায়গাটি পার্কের ‘পাকিং জোন।’ চারিদিকে সাইকেল রাখা রয়েছে। ঠিক সেই জায়গায় কুমির এবং ঘড়িয়াল মারামারি করতে শুরু করে। কালো রঙের দুটি প্রাণী একে অপরকে কামড়াতে পর্যন্ত শুরু করেছিল। ভিডিওটি দেখা মাত্রই আঁতকে উঠেছেন নেটিজেনরা।
ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, 'আমেরিকান কুমিরের সঙ্গে আমেরিকান ঘড়িয়ালের লড়াই করার দৃশ্য।' সঙ্গে আরও লেখা রয়েছে, 'ফ্লোরিডার এই পার্কটি একমাত্র পার্ক যেখানে কুমির এবং ঘড়িয়াল একসঙ্গে বাস করে।'
ইতিমধ্যেই দুই মিলিয়ানের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। ঝড়ের গতিতে বেড়েই চলেছে লাইক এবং ভিউয়ের সংখ্যা।
