আজকাল ওয়েবডেস্ক: দু'দিন ধরে অসুস্থ ছিলেন। তবে গুরুতর নয়। কাশি হচ্ছিল খুব। কাশতে কাশতেই বুকে সামান্য ব্যথাও অনুভব করেন। দু'দিন কাশির সমস্যা নিয়ে ভুগতে ভুগতেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ২৩ বছরের এক তরুণী। ভিন দেশে উচ্চশিক্ষায় গিয়ে ভারতীয় তরুণীর মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া পরিবারে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২৩ বছরের মৃত তরুণীর নাম, রাজ্যলক্ষ্মী ইয়ারলাগাড্ডা। তিনি আদতে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর চাকরির খোঁজ করছিলেন। গত ৭ নভেম্বর টেক্সাসের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রাজ্যলক্ষ্মীর তুতো ভাই চৈতন্য ওয়াইভিকে জানিয়েছেন, মৃত্যুর দু-তিন আগে থেকেই কাশির সমস্যায় ভুগছিলেন তিনি। পাশাপাশি কখনও কখনও বুকে ব্যথাও হচ্ছিল বলে জানিয়েছিলেন তিনি। ৭ নভেম্বর সকালে অ্যালার্ম বাজলেও ঘুম ভাঙেনি রাজ্যলক্ষ্মীর। কোনও সাড়া পাওয়া যায়নি তাঁর। বন্ধুরা জানিয়েছেন, শারীরিক অস্বস্তি হলেও কাউকে রাতে ডাকেননি তিনি। ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রেই এক হাসপাতালে রাজ্যলক্ষ্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তার সুস্পষ্ট কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টে। মৃত তরুণীর তুতো ভাই জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশে তাঁর নিম্নবিত্ত পরিবার। বিদেশে চাকরির পর পরিবারকে টাকা পাঠিয়ে সাহায্যের পরিকল্পনা ছিল তরুণীর। তাঁর দেহ ভারতে পাঠানোর জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন তরুণীর তুতো ভাই।
প্রসঙ্গত, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছর ফেব্রুয়ারি মাসে আমেরিকায় এক ভারতীয় পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছিল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ছিলেন ২৩ বছরের সমীর কামাথ। সোমবার সন্ধ্যায় তাঁর মৃতদেহ মিলেছে।
গত বছরে আমেরিকাতে এই নিয়ে চতুর্থ ভারতীয় ছাত্র খুন হয়েছিলেন। সমীর ইন্ডিয়ানা প্রদেশের পারডু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। কয়েকদিন আগেই এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্র নীল আচার্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।
মার্কিন পুলিশ জানিয়েছে, সোমবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি পার্ক থেকে সমীরের দেহ উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরই মার্কিন নাগরিকত্ব নিয়েছিলেন এই পড়ুয়া।
এর ঠিক একদিন আগেই ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নীলের মৃতদেহ পাওয়া গিয়েছিল। এর আগে ওহিওতে ১৯ বছরের এক ভারতীয় পড়ুয়া এবং ১৬ জানুয়ারি জর্জিয়ায় আরও এক ভারতীয় ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ।
