আজকাল ওয়েবডেস্ক: দেহের মধ্যে কখন ক্যান্সার বাসা করবে সেটা কারও জানা নেই। সেদিক থেকে দেখতে হলে এটা কারও পক্ষে বোঝা সম্ভব নয় কীভাবে নিজের দেহে ক্যান্সারকে আটকাবেন। আর এখানেই নতুন তথ্য দিল এআই।
এআই বহুদিন ধরেই ক্যান্সার নিয়ে নানা ধরণের তথ্য দিয়েছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন করল সে। স্পষ্টভাবে জানিয়ে দিল অন্য সাধারণ রোগের ওষুধ যেগুলি আমরা অসুস্থ হওয়ার পর খেয়ে থাকি সেগুলি দেহে গিয়ে সেই রোগকেই শুধু কমায় না। সেখান থেকে দেহে ক্যান্সারকেও কাবু করে। তাকেও বাড়তে বাধা দেয়।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এবিষয়ে নতুন কাহিনী সামনে নিয়ে এসেছেন। তারা জানিয়ে দিয়েছেন এআই ক্যান্সার নিয়ে নতুন একটি তথ্য তাদেরকে দিয়েছে। সেখানে সে জানিয়ে দিয়েছে যদি দেহে অন্য রোগ থাকে এবং সেই রোগের জন্য যদি কেউ ওষুধ খেয়ে থাকেন তাহলে সেই ওষুধ সরাসরি গিয়ে ক্যান্সারের কোষগুলিকেও আঘাত করে। ফলে সেখান থেকে অতি দ্রুত ক্যান্সারের কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
মানুষের দেহে কোথায় ক্যান্সার হবে সেটা কেউ বলতে পারে না। সেদিক থেকে দেখতে হলে সাধারণ রোগের ওষুধকেও এবার থেকে হয়তো মান্যতা দিতে হবে। যদিও এবিষয়ে গবেষকরা নির্দিষ্ট কোনও তথ্য দেননি। তারা মনে করছেন এআই এবিষয়ে নিজের একটি মত দিয়েছে মাত্র। তবে এটি কতটা সত্যি হবে সেটা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তবে যদি ক্যান্সার নিয়ে এআইয়ের করা দাবি সত্যি হয় তাহলে সেখান থেকে তৈরি হবে নতুন যুগের সূচনা। সেখানে ক্যান্সারকে কাবু করতে হয়তো আগামীদিনে একটি সাধারণ ওষুধই যথেষ্ট বলে বিবেচিত হতে পারে।
আসলে ক্যান্সার এই নামটি এমন একটি ভয়ের পরিবেশ তৈরি করে সেখানে হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে নানা ধরণের জটিলভাবে চিকিৎসা করা হয়। অনেক সময় এই রোগটি এত দেরিতে ধরা পড়ে যে রোগীকে বাঁচানো যায় না। তবে যদি সাধারণ ওষুধ থেকেই যদি ক্যান্সারকে রোখা যায় তাহলে তার থেকে ভাল আর কী হতে পারে।
