আজকাল ওয়েবডেস্ক: সামান্য মোবাইলে চার্জ দেওয়া নিয়ে দুই যুবকের কথা কাটাকাটি। ক্রমে তা পরিণত হল রণক্ষেত্রে। দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী থাকল বাংলাদেশের সিলেট। দু'দিন ধরে চলা এই সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। ক্ষিপ্ত জনতাকে নিয়ন্ত্রণে আনতে নামাতে হল সেনা। 

কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানিয়েছেন, ঘটনার সূত্রপাত শনিবার রাতে। স্থানীয় একটি দোকানে মোবাইল ফোন চার্জ দেওয়া নিয়ে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। দ্রুত বদলে যায় পরিস্থিতি। শয়ে শয়ে মানুষ অস্ত্র হাতে রাস্তায় নেমে পড়েন। বেশ কয়েকটি এলাকায় দোকানে ভাঙচুর করা হয়েছে। আগুনও লাগানো হয়েছে বেশ কিছু বাড়িতে। তিনি আরও জানিয়েছেন, রবিবার সকাল থেকে মাইকে ঘোষণা করে গ্রামবাসীদের ঘটনাস্থলে উপস্থিত হতে বলা হয়। এর পরেই পরিস্থিতি বিগড়াতে শুরু করে। দুই পক্ষের লোকজন একে অপরে সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভিড় নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে নামতে হয় র‌্যাব এবং সেনাকে।

কোম্পানিগঞ্জের স্বাস্থ্য এবং পরিবার আধিকারিক কামরুজ্জামান রাসেল জানিয়েছেন, সংঘর্ষে আহত প্রায় ৫০ জনের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করা হয়েছে। দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ওসমানি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এলাকায় এখনও ছড়িয়ে রয়েছে উত্তেজনা।