আজকাল ওয়েবডেস্ক:‌ ক্ষমা চাওয়া উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এমনটাই দাবি করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্টার্মার।


আফগানিস্তানে যুদ্ধ প্রসঙ্গে নেটো সেনা নিয়ে ট্রাম্পের মন্তব্য ছিল যুদ্ধের সময়ে আমেরিকার সেনাবাহিনী সামনে ছিল। কিন্তু নেটো সদস্য অন্যান্য দেশগুলির সৈন্যরা দূরে ছিল। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের সময় ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে আফগানিস্তানে শহিদ হওয়া ৪৫৭ জন সৈন্যের প্রতি শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি তাঁদের সাহস ও দেশের জন্য আত্মত্যাগের কথা কিছুতেই ভুলব না।’ যুদ্ধে যাঁরা আহত হয়েছেন তাঁদের প্রতিও শ্রদ্ধা জানান কিয়র। এরপরই ট্রাম্পের মন্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে তিনি বলেন, ‘এই মন্তব্যে শহিদ ও আহতদের পরিজন–সহ দেশকে আঘাত করা হয়েছে।’ এর আগেও স্টার্মার কিন্তু ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করেছিলেন। 


প্রসঙ্গত, ২০১১ সালে ৯/১১ ঘটনার পরে নেটো বাহিনী আফগানিস্তানে হানা দিয়েছিল। ২০২১ পর্যন্ত আফগানিস্তানই ছিল তাঁদের আস্তানা। ২০২১ অবধি আফগানিস্তানে নেটোর প্রায় ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি সেনা ছিল। শহিদ হয়েছিলেন অন্তত ৩,৪৮৬ জন। মার্কিন নেতৃত্বাধীন সেই নেটো বাহিনীর আমেরিকা ও ইংল্যান্ডের শহিদ সৈন্যদের সংখ্যা যথাক্রমে ২,৪৬১ ও ৪৫৭ জন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণার একদিন পরই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে তেহরানের তরফে।


একজন শীর্ষস্থানীয় ইরানি আধিকারিক সংবাদসংস্থা রয়টার্সকে জানান, ‘এবার যদি কোনও আক্রমণ হয়, সেটা যেরকমই হোক না কেন, সার্জিক্যাল হোক বা কাইনেটিক, যে নামেই ডাকা হোক না কেন, আমরা সেটাকে আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবেই বিবেচনা করব। তার জবাব হবে সবচেয়ে কঠোর ভাষায় ও শক্তি প্রদর্শনের মাধ্যমে।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের লাগাতার সামরিক হুমকির মোকাবিলায় ইরান তার হাতে থাকা ‘সব ধরনের সক্ষমতা’ ব্যবহার করতে প্রস্তুত। অন্যদিকে, এই পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন ‘আর্মাডা’ ক্রমশ ইরানের দিকে অগ্রসর হচ্ছে।

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন আর্মাডা আব্রাহাম লিঙ্কন এবং টমাহক ক্ষেপণাস্ত্রবাহী তিনটি ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে।


পাশাপাশি মার্কিন বিমানবাহিনী ওই অঞ্চলে এক ডজন এফ–১৫ই যুদ্ধবিমান পাঠিয়েছে। ইরানের ওই আধিকারিক জানান, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।