আজকাল ওয়েবডেস্ক:‌ জাফর এক্সপ্রেসে ফের হামলার ছক। বালুচিস্তানের কাছে। বিস্ফোরণে লাইনচ্যুত ট্রেনের ছ’টি বগি। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।


পাক সংবাদমাধ্যম জানিয়েছে, কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল জাফর এক্সপ্রেস। ঘটনাটি ঘটে সিন্ধ প্রদেশের জাকোবাবাদের কাছে। রেললাইনের পাশে একটি গরুর বাজারে তীব্র বিস্ফোরণ হয়। তার অভিঘাতেই লাইনচ্যুত হয় ট্রেনটি। হতাহতের কোনও খবর মেলেনি এখনও। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলেছে। কী কারণে বিস্ফোরণ, নেপথ্যে কার বা কাদের হাত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


প্রসঙ্গত, বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার রেলপথে প্রায় ১৬০০ কিলোমিটার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে দিয়ে জাফর এক্সপ্রেস প্রতি দিনই যাতায়াত করে। ওই ট্রেনে কোয়েটা থেকে পেশোয়ার যেতে সময় লাগে প্রায় ৩০ ঘণ্টা। গত মার্চ মাসেও হামলা হয়েছিল জাফর এক্সপ্রেসে। পুরো ট্রেনের দখল নিয়ে ফেলেছিলেন বালোচ বিদ্রোহীরা। আর এবার রেললাইনের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটল। এর নেপথ্যে বালোচ বিদ্রোহীদের হাত রয়েছে কি না, তা স্পষ্ট নয়।