আজকাল ওয়েবডেস্ক: সারা বিশ্ব জুড়ে কার্যত সমস্ত পরিষেবা ব্যহত করেছে মাইক্রোসফ্টের যান্ত্রিক গোলযোগ। বিমান, ব্যাঙ্ক, স্টক এক্সচেঞ্জ, পেমেন্ট সিস্টেম এবং নানা জরুরি পরিষেবা বন্ধ। সমস্যা দেখা দেওয়ার প্রায় ছয় ঘণ্টা পর প্রথম সাড়া মেলে কোম্পানির থেকে। এক্স হ্যান্ডেলে বলা হয়, কাজ চলছে। ধীরে ধীরে পরিষেবার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তার কয়েক ঘণ্টা পর ফের একটি পোস্ট আসে সংস্থার তরফে। সেখানে বলা হয়, বিশ্বব্যাপী এই সমস্যার কারণ চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই তা সমাধান করে ফেলা হয়েছে। কিন্তু এরপরেও দেখা যায় অফিস ৩৬৫ কিছু কিছু প্রোগ্রাম চালাতে অসুবিধা দেখা যাচ্ছে বিভিন্ন কম্পিউটারে।
অ্যান্টিভাইরাস সংস্থা ক্রাউডস্ট্রাইকের তরফে জানানো হয়, যে ত্রুটি দেখা গিয়েছিল তা ইতিমধ্যেই সমাধান করে ফেলা হয়েছে। ওই ত্রুটির জন্যই বিশ্বব্যাপী বিমানবন্দর, ব্যাঙ্ক, আইটি, স্টক জুড়ে সমস্যা দেখা গিয়েছিল। ক্রাউডস্ট্রাইক ফ্যালকন একটি সাইবারসিকিউরিটি প্ল্যাটফর্ম যা সাধারণত মাইক্রোসফট উইন্ডোজের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে। এতে গোলযোগ দেখ দেওয়ায় এই বিভ্রাট ঘটে বলে জানিয়েছে সংস্থা। ভারতে, বিভ্রাটের কারণে অন্যান্য পরিষেবাগুলির মধ্যে ফ্লাইট অপারেশন, পেমেন্ট সিস্টেম এবং ট্রেডিংয়ে ব্যাপক ব্যাঘাত ঘটে।
বিমানবন্দর জুড়ে ফ্লাইট বিলম্বের রিপোর্ট জমা পড়ে। ব্যাহত হয় চেক ইন পরিষেবা। শুক্রবার সকালে আচমকা অনেকেই কাজ করতে করতে দেখেন, আচমকা নীল হয়ে গেল স্ক্রিণ। তাতে লেখা ফুটে উঠল,‘ইয়োর ডিভাইস র্যান ইনটু আ প্রবলেম অ্যান্ড নিডস টু রিস্টার্ট। উই আর জাস্ট কালেক্টিং সাম এরর ইনফো, অ্যান্ড দেন উই উইল রিস্টার্ট ফর ইউ।' রিস্টার্ট-এর পরেও একই বার্তা, একই নীল স্ক্রিণ। স্বাভাবিক ভাবেই ঘটনায় উদ্বেগের সূত্রপাত হয়। অএঙ্কেই সমাজমাধ্যমে এই ঘটনার বিবরণ দিতে থাকেন। যদিও কিছুক্ষণেই জানা যায় মাইক্রোসফট উইন্ডোজ-১০ এই গোলযোগের কারণেই এই ঘটনার সূত্রপাত।
অ্যান্টিভাইরাস সংস্থা ক্রাউডস্ট্রাইকের তরফে জানানো হয়, যে ত্রুটি দেখা গিয়েছিল তা ইতিমধ্যেই সমাধান করে ফেলা হয়েছে। ওই ত্রুটির জন্যই বিশ্বব্যাপী বিমানবন্দর, ব্যাঙ্ক, আইটি, স্টক জুড়ে সমস্যা দেখা গিয়েছিল। ক্রাউডস্ট্রাইক ফ্যালকন একটি সাইবারসিকিউরিটি প্ল্যাটফর্ম যা সাধারণত মাইক্রোসফট উইন্ডোজের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে। এতে গোলযোগ দেখ দেওয়ায় এই বিভ্রাট ঘটে বলে জানিয়েছে সংস্থা। ভারতে, বিভ্রাটের কারণে অন্যান্য পরিষেবাগুলির মধ্যে ফ্লাইট অপারেশন, পেমেন্ট সিস্টেম এবং ট্রেডিংয়ে ব্যাপক ব্যাঘাত ঘটে।
বিমানবন্দর জুড়ে ফ্লাইট বিলম্বের রিপোর্ট জমা পড়ে। ব্যাহত হয় চেক ইন পরিষেবা। শুক্রবার সকালে আচমকা অনেকেই কাজ করতে করতে দেখেন, আচমকা নীল হয়ে গেল স্ক্রিণ। তাতে লেখা ফুটে উঠল,‘ইয়োর ডিভাইস র্যান ইনটু আ প্রবলেম অ্যান্ড নিডস টু রিস্টার্ট। উই আর জাস্ট কালেক্টিং সাম এরর ইনফো, অ্যান্ড দেন উই উইল রিস্টার্ট ফর ইউ।' রিস্টার্ট-এর পরেও একই বার্তা, একই নীল স্ক্রিণ। স্বাভাবিক ভাবেই ঘটনায় উদ্বেগের সূত্রপাত হয়। অএঙ্কেই সমাজমাধ্যমে এই ঘটনার বিবরণ দিতে থাকেন। যদিও কিছুক্ষণেই জানা যায় মাইক্রোসফট উইন্ডোজ-১০ এই গোলযোগের কারণেই এই ঘটনার সূত্রপাত।
