আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মহাম্মদ ইউনুস সরকার। হাসিনা ছাড়াও বাতিল করা হয়েছে আরও ৯৬ জনের পাসপোর্ট। মঙ্গলবার আন্তর্বর্তীকালীন সরকারের উপ-প্রেস সচিব আজাদ মজুমদার এই ঘোষণা করেছেন। 

কেন পাসপোর্ট বাতিল?
মোট ৯৭জনের পাসপোর্ট এ দিন বাতিল বলে জানানো হয়। এঁদের বিরুদ্ধে খুন, খুনের ষড়যন্ত্র, গুম খুন, অপহরণের মতো মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুনের অভিযোগে হাসিনার বিরুদ্ধে সোমবারই দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই মামলায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুলিশকে তদন্ত রিপোর্ট পেশ করতে বলেছেন ও হাসিনাকে আদালতে হাজিরার 
নির্দেশ দিয়েছেন।

গত বছর ৫ আগাস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছেড়ে ভারতে চলে এসেছিলেন। এর কিছুদিনের মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রীর কূটনৈতিক পাসপোর্টটি বাতিল বলে ঘোষণা করা হয়। জানানো হয়েছে যে, পাসপোর্টের বৈধতার সময়সীমা বাতিলের পরই সেটি স্থায়ীভাবে অকার্যকর বলে ঘোষণা করে সেদেশের পররাষ্ট্র মন্ত্রকের ইমিগ্রেশন সেল।

বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত ভারত সরকারকে ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে, ভারত সরকারের তরফে প্রকাশ্যে এ নিয়ে কিছু জানানো হয়নি।