আজকাল ওয়েবডেস্ক: উত্তর আমেরিকার আকাশে  রাতে নর্দার্ন লাইটস বা অরোরা দেখা যেতে পারে। কারণ ৩০ আগস্ট সূর্য থেকে নির্গত একটি করোনাল মাস ইজেকশন (CME) — অর্থাৎ প্লাজমা ও চৌম্বক ক্ষেত্রের শক্তিশালী বিস্ফোরণ সরাসরি পৃথিবীর দিকে ছুটে এসেছে।


এই আঘাতের ফলে একটি G3-শ্রেণির ভূ-চৌম্বকীয় ঝড় তৈরি হতে পারে, যা এতটাই তীব্র যে সাধারণের তুলনায় অনেক দক্ষিণের অক্ষাংশ থেকেও আকাশে অরোরা দেখা যেতে পারে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে।

আরও পড়ুন:  কেন এই দেশে মশা নেই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন


কোন কোন রাজ্যে দেখা যেতে পারে?
মার্কিন ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA)-এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের তথ্যানুযায়ী, ভূ-চৌম্বকীয় বিঘ্ন সূচক ৯-এর মধ্যে ৬। রাতে অরোরা দেখা যেতে পারে- আইডাহো, ইলিনয়, আইওয়া, মেইন, মিশিগান, মিনেসোটা, মন্টানা, নেব্রাস্কা, নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক, নর্থ ডাকোটা, ওরেগন, সাউথ ডাকোটা, ভারমন্ট, ওয়াশিংটন, উইসকনসিন এবং ওয়াইয়োমিং রাজ্য থেকে। NOAA-র মানচিত্রে সবুজ অংশে দেখানো হয়েছে কোথায় অরোরা দৃশ্যমান হতে পারে, আর লাল অংশে দেখানো হয়েছে কোথায় তা আরও তীব্র হবে।


কখন ও কিভাবে দেখা যাবে?

নর্দার্ন লাইটস দিনের বেলায় দেখা যায় না।
এটি দেখার সেরা সময় হলো সূর্যাস্তের পরপরই বা সূর্যোদয়ের আগে।
আকাশ পরিষ্কার থাকলে, এটি প্রায় ৬২১ মাইল দূর থেকেও দেখা সম্ভব।
NASA জানিয়েছে, অরোরা তৈরি হয় সূর্যের চার্জযুক্ত কণার সঙ্গে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ফলে, যা মেঘের অনেক উপরে ঘটে।


দেখার টিপস
পরিষ্কার আবহাওয়া ও খোলা আকাশ দরকার।
আলো দূষণমুক্ত অন্ধকার জায়গায় উত্তর দিগন্তের দিকে তাকালে দেখার সম্ভাবনা বাড়বে।
পরিসংখ্যান অনুযায়ী, মার্চ ও সেপ্টেম্বর মাস হল অরোরা দেখার সবচেয়ে ভালো সময়।
হালকা অরোরা চোখে স্পষ্ট না-ও হতে পারে, তবে স্মার্টফোন ক্যামেরায় তা ধরা পড়ে যায়, কারণ ক্যামেরা চোখের চেয়ে বেশি সংবেদনশীল।
উজ্জ্বল অরোরা বড় শহর থেকেও দেখা যেতে পারে, যদিও আলো দূষণ দৃশ্যপট সীমিত করতে পারে।


কখনও এটি সারা রাত স্থায়ী হয়, আবার কখনও সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা যায়। বড় ঘটনার সময় সূর্যাস্ত থেকে ভোর পর্যন্তও আকাশে দেখা দিতে পারে, আর সাধারণত মধ্যরাতের দিকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তবে এই ধরণের ঘটনা প্রায়ই হয়ে থাকে। সেখানে যারা এটিকে দেখতে পারবেন তারা নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করতে পারেন। সূর্যের এই ঝড় তার প্রতিটি গ্রহের ওপর প্রভাব ফেলতে পারে। তাই পৃথিবীর ক্ষেত্রেও এর সমান প্রভাব থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে এই প্রভাবগুলি ভাল নাকি খারাপ তা এখনও বলা যাচ্ছে না। সেখান থেকে যদি এর খারাপ প্রভাব হয় তাহলে সেগুলি বিভিন্ন স্যাটেলাইটের ওপর আগে হবে বলেই মনে করা হচ্ছে।