আজকাল ওয়েবডেস্ক: চীন থেকে আমেরিকায় আমদানি হওয়া দ্রব্যের উপর আগে শুল্কের পরিমাণ ছিল ১০ শতাংশ। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই ধাপে ধাপে মার্কিন মুলুকে আমদানি হওয়া দ্রব্যের উপর শুল্কের বোঝা বাড়াতে থাকেন। তালিকা উপরে চীন। চীনও পাল্লা দিয়ে বাড়াতে থাকে শুল্কের হার। দুই দেশের ট্রেড ওয়ার এখন এমন জায়গায় দাঁড়িয়ে, যেখানে আমেরিকা বেশকিছু চীনা দ্রব্যের উপর ২৪৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছে।
 
 এদিকে ট্রাম্পের সিদ্ধান্তে দিনে দিনে শঙ্কায় পড়ছে বিশ্ব বাজার। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় এবার একেবারে অন্য আঁচ। তেমনটাই খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে। কী বলছেন ট্রাম্প? সূত্রের খবর, ট্রাম্প চীনের সঙ্গে ট্রেড ওয়ারের বদলে ভাল সমঝোতায় যাওয়ার কথা বলেছেন। তারপরেই জল্পনা, তাহলে কি এবার ২৪৫ শতাংশ শুল্কের বোঝা কমবে?
ট্রাম্প জানাচ্ছেন, বেজিং বারবার তাঁর সঙ্গে বসতে চাইছে একটি চুক্তির জন্য। তবে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, এই ট্রেড ওয়ার আদতে বন্ধ করে দিতে পারে দুই দেশের বাণিজ্য। ট্রাম্প চাইছেন না, চীন এর উপরে আরও শুল্ক প্রয়োগ করুক। মার্কিন প্রেসিডেন্টের মতে, এভাবে চলতে থাকলে একটা সময় এমন পরিস্থিতি আসবে, যখন সাধারণ মানুষ আর কিছু কিনতে পারবেন না। বক্তব্যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট তাঁর সুসম্পর্কের কথাও উল্লেখ করেছেন। চীনের সঙ্গে ভাল 'ডিল' করতে চলেছে আমেরিকা, এমন ইঙ্গিতও দেন মার্কিন প্রেসিডেন্ট।
