আজকাল ওয়েবডেস্ক: সাফ হয়ে যাচ্ছে আমাজনের জঙ্গল। আর তার ফল ভুগতে হবে সাধারণ মানুষকেই। পৃথিবীর সবথেকে বড় রেইনফরেস্ট, আমাজনের আয়তন কমে যাচ্ছে দিনে দিনে, রবিবার তেমনই তথ্য উঠে এসেছে সমীক্ষায়। ৯ দেশ জুড়ে অবিস্থিত এই বনাঞ্চলের আয়তন দিনে দিনে কমে যাওয়ায়, বিশ্ববাসী মুখোমুখি হতে পারেন বড় সমস্যার। তারমধ্যে অন্যতম হল বিশ্ব উষ্ণায়ন।  

কিন্তু কেন কমে যাচ্ছে বনাঞ্চলের পরিমাণ? RAISG-এর গবেষক এবং এনজিওদের সমষ্টি মতে, প্রধানত খনির এবং কৃষির উদ্দেশ্যে দিনে দিনে মানুষ সাফ করছে গোটা বনাঞ্চলকে। ১৯৮৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত আমাজনের প্ল্যান্ট কভারের ১২.৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সমীক্ষা বলছে সাফ হয়ে যাওয়া বনাঞ্চলের পরিমাণ ৮৮ মিলিয়ন হেক্টর (৮৮,০,০০০বর্গ কিলোমিটার)। ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা অঞ্চলের বনভূমির পরিমাণ কমছে দিনে দিনে। 


গবেষকদের মতে এই ঘটনা উদ্বেগজনক। এতে কী প্রভাব পড়বে বিশ্বের উপর? গবেষকরা বলছেন, বন নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে ব্যাপক হারে বাড়বে কার্বনের পরিমাণ। এটি একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্রকে ব্যাহত করবে যা জলবায়ু এবং হাইড্রোলজিক্যাল চক্রকে নিয়ন্ত্রণ করে, এবং সরাসরি তাপমাত্রাকে প্রভাবিত করে। দ্রুত যে হারে বনাঞ্চল কমছে, তা খরা এবং দাবানলের কারণ বলেও মত তাঁদের।