আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কা প্রবল। যে কোনও সময় ঘটে যেতে পারে ভয়াবহ ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, আলাস্কার সবচেয়ে বড় আগ্নেয়গিরি বাড়াচ্ছে চিন্তা। বিজ্ঞানীরা বেশকিছু ভূগর্ভস্থ কার্য প্রক্রিয়ার কারণেই এই আশঙ্কা করছেন।
কথা হচ্ছে আলাস্কার মাউন্ট স্পার আগ্নেয়গিরি নিয়ে। তথ্য, কুক ইনলেট জুড়ে অ্যাঙ্কোরেজ থেকে ১২৪কিলোমিটার দূরে অবস্থিত এই বরফে ঢাকা স্ট্র্যাটোভোলকানোতে আচমকা ব্যাপকহারে বেড়েছে ভূমিকম্পের পরিমাণ। ২০২৪ থেকেই ওই এলাকায় পরপর ভূমিকম্পের ঘটনা লক্ষ করা গিয়েছে। আলাস্কা ভলকানো অবজারভেটরির বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, ক্রমাগত ভূমিকম্পের কারণে তোলপাড় হতে পারে ভূগর্ভস্থ ম্যাগমা। যে কোনও সময় ঘটে যেতে পারে অগ্ন্যুৎপাত।
উল্লেখযোগ্য ভাবে, গতমাস থেকে বেড়েছে ভূমিকম্পের পরিমাণ। পরিস্থিতি পর্যবেক্ষণে উঠে আসছে ১৯৫৩ এবং ১৯৯২-এর ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা। ম্যাট হ্যানি মনে করছেন, ওই একই ধরনের, অর্থাৎ ভয়াবহ আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটার সম্ভাবনা প্রায় ৫০-৫০। তিনিও কারণ হিসেবে ভূমিকম্পকেই দাইয়ি করছেন। তাঁর মতে,  ‘গত কয়েকমাস ধরে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক ভূমিকম্প হয়েছে। কিন্তু গত মাসে, পরিমাণ বেড়েছে আরও, একই সঙ্গে বদল হয়েছে ভূমিকম্পের অবস্থানও।' 
 
  
 
 তবে এর অন্যথাও ঘটতে পারে। অর্থাৎ যেমনটা আশঙ্কা করা হচ্ছে, তেমনটা নাও হতে পারে। এই প্রসঙ্গে অনেকেই বলছেন ২০০৪, ২০০৫ এর ঘটনার কথা। সেই সময়ও বারবার ভূমিকম্পের ঘটনা ঘটেছিল। তবে ২০০৬ নাগাদ পরিস্থিতি শান্ত হয়ে যায় আবার।
