আজকাল ওয়েবডেস্ক: ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ শুক্রবার জানিয়েছে, ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক যৌন অপরাধের অভিযোগে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ, অশ্লীল আক্রমণ, মৌখিক ধর্ষণ এবং দুটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান প্রয়োগ করা হতে পারে।
রাসেল ব্র্যান্ড একজন বিতর্কিত চরিত্র, যিনি তার যৌন রসিকতা ও ব্যতিক্রমধর্মী স্ট্যান্ড-আপ কমেডির মাধ্যমে পরিচিতি লাভ করেন। আন্তর্জাতিকভাবে তিনি প্রাক্তন স্ত্রী ও পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কের সূত্রে আলোচনায় আসেন।
মেট্রোপলিটন পুলিশ জানায়, অভিযোগগুলো তদন্ত করে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে চার্জ গঠন করা হয়েছে। ব্র্যান্ডের পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
