আজকাল ওয়েবডেস্কঃ আকস্মিক এক ঘটনায় সোশ্যাল মিডিয়া ধুন্ধুমার। অভিভাবকরা রীতিমতো চিন্তিত৷ অ্যারিজোনার ১৯ বছর বয়সী এক কিশোরী 'ট্রেন্ডিং'-এ ছড়িয়ে পড়া ঝুঁকিপূর্ণ এক ‘স্টান্ট' চেষ্টা করে।  দুঃখজনকভাবে তার জীবন হারিয়েছে। তার বাবা-মায়ের মতে, সে ভাইরাল 'ডাস্টিং' বা 'ক্রোমিং' চ্যালেঞ্জ  করছিল। বিপজ্জনক এই কার্যকলাপ গৃহস্থালীর রাসায়নিক পদার্থের সঙ্গে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করা হয়। স্বাভাবিকভাবে এটি স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অভিভাবক উভয়ের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের কারণ এখন। এই ট্রেন্ডের অংশ হতে গিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অনলাইনে আরও বেশি ভিউ দেখছেন। মনোযোগ আকর্ষণ করার জন্য কীবোর্ড পরিষ্কারের স্প্রে দিয়ে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে নিজেদের ভিডিও করে।

চ্যালেঞ্জটি অনুকরণ করার সময় ১৯ বছর বয়সী রেনা ও'রুর্ক হৃদরোগের আক্রান্ত হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় এক সপ্তাহ কোমায় ছিল রেনা। এমনটাই জানিয়েছে রেমার পরিবার। এরপর ডাক্তাররা তাকে মস্তিষ্কের মৃত্যু ঘোষণা করেন।

'সে সব সময় বলত, 'আমি বিখ্যাত হব, বাবা। শুধু তুমি দেখো। আমি বিখ্যাত হব,''। তার বাবা অ্যারন ও'রুর্ক একটি আবেগঘন সাক্ষাৎকারে বলেন, 'দুর্ভাগ্যবশত কোনও বাবা-মা'ই এমন পরিস্থিতিতে চাইবেন না'  তিনি আরও যোগ করেন।
রেনা ও'রুর্কের মা ডানা ট্রেন্ডে ব্যবহৃত পণ্যটি কিশোর-কিশোরীদের জন্যে সহজে অ্যাক্সেসযোগ্য হিসেবে তুলে ধরেন । প্রকাশনাকে তিনি বলেন , 'কোনও পরিচয়পত্রের প্রয়োজন নেই। এটি গন্ধহীন। বাচ্চারা যা খুঁজছে  এটি' তাই। তারা  কিনতে পারে, তারা এটি পেতেও পারে। মা- বাবার আয়ত্তের বাইরে।' 

মেয়ের মৃত্যুতে এখন হতাশ রুর্ক পরিবার৷ অন্যান্য পরিবারগুলিকে একই ট্র্যাজেডির সম্মুখীন হওয়া থেকে সাবধান করছেন তারা। এই নীরব কিন্তু মারাত্মক অনলাইন চ্যালেঞ্জগুলি সম্পর্কে আরও সচেতন হওয়ার জন্য অভিভাবক, স্কুল এবং সমাজকে আহ্বান জানাচ্ছেন।